শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ আগস্ট ২০২২, ২২:৩৩

হরিনা চালিতাতলী এডওয়ার্ড ইনিস্টিটিউট স্কুলে ফুটবল খেলা ও পুরষ্কার বিতরণ

অনলাইন ডেস্ক
হরিনা চালিতাতলী এডওয়ার্ড ইনিস্টিটিউট স্কুলে ফুটবল খেলা ও পুরষ্কার বিতরণ

চাঁদপুর সদর উপজেলার হরিনা চালিতাতলী এডওয়ার্ড ইনিষ্টিটিউশন আয়োজিত শিক্ষার্থীদের বার্ষিক ফুটবল লীগের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

৩০ আগষ্ট মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মাঠে এসএসসি পরিক্ষার্থী ২০২২ ও নবম শ্রেণীর মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নবম শ্রেণিকে ট্রাইবেকারে ৪-৩ গোলে হারিয়ে এসএসসি পরিক্ষার্থী দল চ্যাম্পিয়ন হয়। খেলার নির্ধারিত ও অতিরিক্ত সময় গোল শূণ্য ছিলো।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে দু'দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি সহ অন্যান্য পুরস্কার বিতরণ করেন চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান ও হরিনা চালিতাতলী এডওয়ার্ড ইনিষ্টিটিউশনের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

প্রধান শিক্ষক মনির আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক তপন কুমার দে’র পরিচালনায়

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ নং হানারচর ইউপি চেয়ারম্যান আঃ ছাত্তার রাড়ি, সাবেক চেয়ারম্যান মোতালেব বেপারী।

এছাড়া সহকারি প্রধান শিক্ষক আঃ রশিদ গাজী, সিনিয়র শিক্ষক মোর্শেদ আলম, মাওঃ সিদ্দিকুর রহমান, সুকুমার সরকার, শিলা দত্ত, সুকুমার পাল, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হেসেন শেখসহ শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

বার্ষিক এ ফুটবল লীগে স্কুলের ছয়টি টিম অংশগ্রহণ নেয়। এদের মধ্যে ফাইনালে উত্তীর্ণ হয় এসএসসি পরীক্ষার্থী দল ও নবম শ্রেণী দল। বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত থেকে ফাইনাল খেলাটি উপভোগ করেন।

খেলায় রেফারি ছিলেন স্কুলের ল্যাব অপারেটর মমিন বেগ, সহকারী ক্রীড়া শিক্ষক গৌর শংকর, হারেছ খান ও জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে নাজিম দেওয়ান বলেন, চমৎকার একটি ফুটবল খেলা আমরা উপভোগ করলাম। আমাদের ছেলেমেয়েরা পড়ালেখা ও খেলাধুলায় মনোনিবেশ থাকলে তারা মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে দূরে থাকতে পারবে। তাই মাদক থেকে দূরে রাখতে খেলার মাধ্যমে তাদেরকে উৎসাহিত করব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়