প্রকাশ : ২৫ জুলাই ২০২২, ১৮:৩৭
আগামীকাল বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

আগামীকাল মঙ্গলবার ফরিদগঞ্জে আসছেন সংসদ সদস্য সাংবাদিক শফিকুর রহমান এমপি। তিনি বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
|আরো খবর
ফরিদগঞ্জ এ.আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার। এছাড়াও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহাম্মদ মজুমদার, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন।
এর আগে এমপি মহোদয় উপজেলার বালিথুবায় সামসুলিয়া অদুলিয়া দাখিল মাদ্রাসার একতলা ভবনের উদ্বোধন করবেন।