প্রকাশ : ২০ জুলাই ২০২২, ০০:০০
ক্রিকেট লীগের ফাইনালে দুই দলই চ্যাম্পিয়ন!
চাঁদপুর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ-২০২২-এর ফাইনাল খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ১৯ জুলাই চাঁদপুর স্টেডিয়ামে ক্লেমন চাঁদপুর ক্রিকেট কোচিং ও পুরাণবাজার ভাই ভাই স্পোটিং ক্লাবের মধ্যকার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় দুদলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।
|আরো খবর
তিনি জানান, বৃষ্টির কারণে আমরা ওভার কমিয়ে বেলা বারোটার সময় বিলম্বে খেলা শুরু করি। টস জিতে প্রথমে ব্যাটিং করে ভাই ভাই ক্লাব। ৫ ওভার ৩ বলে তখন তাদের সংগ্রহ বিনা উইকেটে ৩৬ রান। এ অবস্থায় আবারো বৃষ্টির বাধায় মাঠ খেলার জন্যে অনুপযুক্ত হয়ে পড়লে দুদলের সাথে আলাপ-আলোচনা করে এবং টেকনিক্যাল কমিটি মিলে ম্যাচ পরিত্যক্ত ও দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জানান, নতুন তারিখ নির্ধারণ করে ক্রিকেটের দুটি ইভেন্টসহ অন্য ইভেন্টের পুরস্কার আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হবে।