প্রকাশ : ০৭ জুলাই ২০২২, ২২:২৫
কলাকান্দা স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কলাকান্দা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট প্রজেক্টর কাপ ২০২২-এর দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে বারোআনি একাদশ বনাম মহিয়ষী নারী হোসনে জাহান উচ্চ বিদ্যালয় একাদশ অংশ গ্রহণ করে।
|আরো খবর
কলাকান্দা খান বাড়ি মাঠে বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার সময় প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদ, এসআই মোঃ রিদুয়ান, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব মমিনুল ইসলাম, সদস্য সাংবাদিক ইসমাইল খান টিটু, সাংবাদিক আরাফাত আল-আমিন, তাইজুল ইসলাম সাগর।
আরো উপস্থিত ছিলেন কলাকান্দা স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের আয়োজক, মোঃ রাজিব সরকার, ফয়সাল আল মুরাদ, মেরাজ দেওয়ান, জামাল খান, জামান খান, গিয়াস উদ্দিন ভুইয়া, সৈকত ভুইয়া, হানিফ মিয়াজি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও টুর্নামেন্ট আয়োজক কমিটির সকল নেতৃবৃন্দ।
ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ফুটবল খেলা একটি আন্তর্জাতিক জনপ্রিয় খেলা। এই খেলার মাধ্যমে দর্শক ব্যাপক আনন্দ উপভোগ করে থাকেন। তাই আমি সকল খেলোয়াড়কে বলব খেলার শৃঙ্খলা বজায় রাখবেন। যাতে দর্শক আনন্দ পায়। তিনি আরও বলেন, বাজে আড্ডা ছেড়ে যুবকরা খেলাধুলা করবেন। খেলাধুলার ব্যাপারে থানা পুলিশ আপনাদের পাশে থাকবে। এই খেলা আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।
খেলায় চলাকালীন কোন দল গোল করতে পারেনি। খেলা শেষে ট্রাইব্রেকারে মহিয়ষী নারী হোসনে জাহান উচ্চ বিদ্যালয় জয়ী হয়ে ফাইনালে উঠে। এরআগে প্রথম সেমিফাইনালে আদুরভিটি বনাম কলাকান্দা একাদশ খেলায় কলাকান্দা ফাইনালে উঠে।