প্রকাশ : ১৯ জুন ২০২২, ১৮:১১
শ্রীনগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল অনুষ্ঠিত

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। ১৮ জুন সকাল ৯ টায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর শ্যাম সিদ্ধি ইউনিয়ন বাঘবাড়ি মাদ্রাসা মাঠে মধ্যগ্রাম প্রাথমিক বিদ্যালয় ও সেলামতি প্রাথমিক বিদ্যালয় মধ্যে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্দিষ্ট সময়ে কোন দলই গোল করতে না পাড়ায় ট্রাইব্রেকারে মধ্যগ্রাম প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে সেলামতিপ্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে। উক্ত ফাইনাল খেলার পুরস্কার বিতরন অনুষ্ঠানে শ্যাম সিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দিন। আরো উপস্থিত ছিলেন সেলামতি।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই চন্দ্র দাস, গাদিঘাট বিদ্যালয় প্রধান শিক্ষক অহমিয়া ইয়াসমিন, শ্যামসিদ্ধি স্কুলের প্রধান শিক্ষক মহসিনা আখতার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয় কীর্তন বিদ্যালয়ের শিক্ষক সুলতান মাহমুদ, আব্দুর রশিদ, ইউপি সদস্য হারুন শেখ, খবির শিকদার প্রমুখ।
|আরো খবর