প্রকাশ : ১৯ মে ২০২২, ১৯:৫০
মতলব দক্ষিণে জেলেদের মাঝে চাল বিতরণ

ইলিশ সম্পদ রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাস পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় জাটকা ধরা, আহরণ ও বাজারজাত থেকে বিরত থাকার জন্য জেলেদের খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
|আরো খবর
গতকাল ১৯ মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে ইউনিয়নের মোট ৪৩০ জন নিবন্ধিত জেলের মাঝে ৮০ কেজি করে (প্রতিজনকে) এ চাল বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ট্যাগ অফিসার মো. তানভীর হাসান, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ঢালী, প্যানেল চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিম, ইউপি সচিবসহ ইউনিয়ন পরিষদের সদস্যগণ।