প্রকাশ : ১৯ মে ২০২২, ১৯:৪৫
হাজীগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
বড়কুলকে হারিয়ে উপজেলার চ্যাম্পিয়ন হাজীগঞ্জ পৌরসভা

উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব -১৭) ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ৫০ মিনিটের খেলাটি গোল শূন্য ড্র হয়। ট্রাইবেগারে ৬নং বড়কুল ইউনিয়নকে হারিয়ে উপজেলার চ্যাম্পিয়ন হয় হাজীগঞ্জ পৌরসভা।
|আরো খবর
ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন, হাজীগঞ্জ - শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স. ম মাহবুব উল আলম লিপন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা মেহেদী হাসান মানিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, সাবেক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী জসিম, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু ছাইদ, হাজীগঞ্জ থানা তদন্ত কর্মকর্তা ইব্রাহীম খলিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল,যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, উপজেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার, প্যানেল মেয়র জাহিদুর আজহার আলম বেপারী, আজাদ মজুমদার,কাউন্সিলর কবির কাজী,মনির কাজী,শাহ আলম, সাদেক মুন্সী প্রমুখ।