প্রকাশ : ১৮ মে ২০২২, ১৯:৩০
ট্রাই ব্রেকারে কল্যাণপুর জয়ী
উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চাঁদপুরে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের বালক (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়ন মৈশাদী ইউনিয়নকে পরাজিত করে।
|আরো খবর
বুধবার বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে চাঁদপুর সদর উপজেলা পর্যায়ে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, আবিদা সুলতানা, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ শহিদুল্লাহ খান, মৈশাদী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম পাটোয়ারী, মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম মিজি, কল্যাণপুরে ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন গাজী, যুগ্ন আহবায়ক মোঃ মজিবুর রহমান ডালিম, মোঃ সুমন হাওলাদার প্রমুখ।