প্রকাশ : ১৫ মে ২০২২, ২০:২৬
হাজীগঞ্জে ইউএনও'র বাজার মনিটরিং

নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের অজুহাত ছাড়া দাম বাড়ানো রোধে বাজার মনিটরিং শুরু হয়েছে হাজীগঞ্জে। রোববার দুপুরে এ সংক্রান্ত বিষয়ে সরজমিনে বাজার মনিটরিং করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাশেদুল ইসলাম। এ দিন তিনি হাজীগঞ্জ বাজারের প্রায় প্রায় ২০/২৫টি ব্যবসা প্রতিষ্ঠানে মনিটরিং করেন।
খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি সময় তৈল আর সর্বশেষ পিয়াজের বাজারে অস্থিরতা শুরু হলে বাজার মনিটরিং উদ্যোগ নেয়া হয়। তারই ধারাবাহিকতায় এ দিন এই কার্যক্রম শুরু করেন নির্বাহী ম্যাজাষ্ট্রেট।
সরকারি সূত্রে জানা যায়,সয়াবিন তৈলের দাম সরকার নির্ধারন করে দেয়। এ ছাড়া অন্য সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীলসহ সরবরাহ স্বাভাবিক থাকার পরেও কিছু অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় পন্যের দাম বাড়িয়ে বিক্রি করার অভিযোগ হচ্ছে। বাজার মনিটরিং এর সময় উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবাইর সৈয়দ, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী প্রমূখ।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাশেদুল ইসলাম জানান, আজকে হাজীগঞ্জ বাজারের বিভিন্ন দোকান, গুদাম এ অভিযান চালানো হয় এবং সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে সয়াবিন তেল বিক্রিসহ অবৈধভাবে তেল মজুদের বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
তিনি আরো জানান, অবৈধভাবে তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির বিষয়ে যে কোন তথ্য উপজেলা প্রশাসনকে ( ইনবক্সে কিংবা মোবাইলে) জানানোর অনুরোধ করছেন সরকারের এই কর্মকর্তা। গোপনে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অবশ্যই অভিযান চলমান অভিযান পরিচালনা করা হবে।