প্রকাশ : ০৭ মে ২০২২, ২০:১৯
মাশরাফির পায়ে ২৭ সেলাই

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়েছেন। তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৭ মে) নিজ বাসায় কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে। টেবিলে ধাক্কা লাগায় ওপর থেকে তার পায়ের পেছন দিকে কাচ পড়ে। এতে কেটে যায় তার পা। সেখানে তার পায়ে ২৭টি সেলাই করা হয়েছে। হাসপাতালের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।
|আরো খবর
পা ও হাঁটুর ইনজুরির কারণেই বিভিন্ন সময় মাঠ থেকে দূরে থাকতে হয়েছে মাশরাফি বিন মর্তুজাকে। এখন ক্যারিয়ারের শেষ দিকে এসে সেই পায়ের ওপরই বড় আঘাত আসল তার। সেটি ক্রিকেট মাঠে না দুর্ঘটনার মাধ্যমে।