প্রকাশ : ৩০ মার্চ ২০২২, ২১:০০
ফরক্কাবাদ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী ও সাংষ্কৃতিক অনুষ্ঠান

চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২২ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
৩০ মার্চ বুধবার সকাল ১০ টা থেকে দিনব্যাপী ফরক্কাবাদ ডিগ্রি কলেজে মাঠে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও কলেজ পতাকা উত্তোলন করে অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
বিকালে ক্রীড়া প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়। দীর্ঘ দুই বছর করোনা মহামারির কারনে ক্রীড়া অনুষ্ঠান বন্ধ থাকার পর এবার জমকালো আয়োজনে ক্রীড়া অনুষ্ঠান করা হয়।
ফরক্কাবাদ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি, বাংলাদেশ আওয়ামিলীগ কেন্দ্রীয় কমিটির ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী’র সভাপতিত্বে
ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন করেন ফরক্কাবাদ ডিগ্রি কলেজের স্থায়ী দাতা সদস্য মোঃ সৈয়দ আহম্মেদ পাটওয়ারী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীলিপ চন্দ্র দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরক্কাবাদ ডিগ্রি কলেজের প্রধান উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার মোঃ শাহ নেওয়াজ।
তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা অপরিহার্য। শিক্ষা মানুষের জ্ঞান বাড়ায় আর ক্রীড়া শারিরিক সক্ষমতা বৃদ্ধি করে। তাই জ্ঞান চর্চার সাথে খেলাধুলা করতে হবে।
সভাপতির বক্তব্যে বাবু সুজিত রায় নন্দী বলেন, প্রতিটি শিক্ষার্থীকে সুশিক্ষা অর্জন করে আদর্শ জাতি গঠনে এগিয়ে যেতে হবে। মাদক, দুর্নীতি, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহকে রুখে দিতে হবে।
ফরক্কাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হাফিজুর রহমানের অনুষ্ঠান পরিচালনায় আরো
বক্তব্য রাখেন ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব হারুনর রশিদ তালুকদার,
সহকারী অধ্যাপক এবিএম শাহ আলম টিপু, শান্তি রঞ্জন দে, মোঃ মহিনউদ্দিন প্রমুখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল হক মজুমদার, ইঞ্জিঃ আলহাজ্ব মোঃ আঃ রব ভুঁইয়া, অ্যাডঃ আহসান হাবিব, অ্যাডঃ জসিম উদ্দিন পাটওয়ারী, অ্যাডঃ জসিম উদ্দিন ভুঁইয়া, ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ হান্নান মিয়াসহ অন্যরা।