প্রকাশ : ১১ মার্চ ২০২২, ১৯:৩৮
আগামীকাল খেলবে ‘ভাই ভাই স্পোর্টিং ক্লাব’ ও ’নিতাইগঞ্জ কেসি’
চাঁদপুর ক্রিকেট একাডেমীর কাছে ৯০ রানে হেরেছে উদয়ন ক্লাব

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের ৩য় ম্যাচে জয় পেয়েছে চাঁদপুর ক্রিকেট একাডেমী। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির পৃষ্ঠপোষকতায় ৮টি দল নিয়ে এ লীগ অনুষ্ঠিত হচ্ছে।
লীগের ৪র্থ ম্যাচে আজ শনিবার মুখোমুখি হবে একই এলাকার দুটি ক্লাব। সকাল সাড়ে ৯ টার ম্যাচে খেলতে নামবেন ভাই ভাই স্পোর্টিং ক্লাব বনাম নিতাইগঞ্জ ক্রীড়া চক্র।
দু' দলের কর্মকতাদের সাথে আলাপকালে জানা গেছে ভাই ভাই ক্লাবের হয়ে খেলতে দেখা যাবে, জাতীয় দলের ক্রিকেটারসহ ঢাকার শীর্ষ পযাযের মোট ৩ জন ক্রিকেটার। অপরদিকে নিতাইগঞ্জ ক্রীড়া চক্র মতলবের ক্রিকেট একাডেমির ক্রিকেটারসহ ঢাকার ৩ জন ক্রিকেটার নিয়ে খেলতে নামবেন।
শুক্রবার লীগের ৩য় ম্যাচে খেলতে নামেন চাঁদপুর ক্রিকেট একাডেমী বনাম উদয়ন ক্লাব। প্রথমে ব্যাট করে চাঁদপুর ক্রিকেট একাডেমী ( সিসিসি) ৪৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২৮৩ রান করেন। বল হাতে উদয়নের টুটুল ৪৮ রানে ৩ টি উইকেট নেন।
উদয়ন ক্লাব ২৮৪ রানের জয়ের টাগেট নিয়ে খেলতে নামেন। তারা ৪৭ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১৯৩ রান করেন। সিসি'সির পক্ষে বল হাতে রাকিবুল ৪৭ রানে ৫ টি উইকেট নেন। চাঁদপুর ক্রিকেট একাডেমী ৯০ রানের জয় নিয়ে মাঠ ছাড়েন।