রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০২ মার্চ ২০২২, ০০:০০

চাঁদপুরে প্রিমিয়ার ক্রিকেট লীগ কবে হবে?

চাঁদপুরে প্রিমিয়ার ক্রিকেট লীগ কবে হবে?
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুরে ক’বছর যাবত ঠিকমতো খেলাধুলা হচ্ছে না। এর মধ্যে গত ক’দিন আগে শুধুমাত্র উদীয়মান ক্রিকেটারদের আবেদনের কারণেই স্থানীয় সাংসদ ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির ব্যক্তিগত উদ্যোগে বঙ্গবন্ধুর নামে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিলো। তবে কবে যে এই টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে তার জন্যে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়রা প্রহর গুণছে। আর চাঁদপুর স্টেডিয়ামে প্রিমিয়ার ক্রিকেট লীগ কবে হবে এই প্রশ্নই এখন ক্রিকেটার ও ক্লাবগুলোর।

চাঁদপুর স্টেডিয়ামে গত মাসে অনুষ্ঠিত ৮ম বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন সময়ে জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গিয়েছিলো, এই খেলা শেষ হওয়ার দুদিন পরেই প্রিমিয়ার ক্রিকেট লীগ চালু হবে। ওই টুর্নামেন্টের ফাইনাল শেষ হলেও প্রিমিয়ার ক্রিকেট লীগ নিয়ে তেমন কোনো আগ্রহ দেখা যাচ্ছে না জেলা ক্রীড়া সংস্থা কিংবা জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির।

এমনিতেই খেলাধুলার আয়োজন খুবই কম। উপর্যুপরি করোনাকালীন সময়ে তো বেশ কিছুদিন খেলাধুলা প্রায় বন্ধই ছিলো। সারাদেশে করোনা কিছুটা কমে যাওয়ার পর দেখা গেছে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করতে। কিন্তু চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার বর্তমান কমিটির কর্মকর্তাদের খেলাধুলার আয়োজনের ব্যাপারে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। অপরদিকে জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত যে ক’টি ক্লাব রয়েছে সেগুলোর অধিকাংশেরই নিয়মিত ক্রীড়াভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ নেই। নামেই জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত ক্লাব হয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করে চলছে। এদের অনেককেই জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ের সামনে এমনকি খেলা চলাকালীন সময়ে মাঠে দেখা যায় বিরাট ভূমিকা পালন করতে।

দেশের বিভিন্ন জেলাতে ২য় বিভাগ, প্রথম বিভাগসহ প্রিমিয়ার ক্রিকেট লীগ শুরু হয়েছে। এতে করে ওই জেলার ক্রিকেটারগণ বিভিন্ন ক্লাবের মাধ্যমে খেলছে। অথচ চাঁদপুর জেলাতেই এর ব্যতিক্রম দেখা যায়। চাঁদপুর জেলাতে যদি একবার প্রিমিয়ার ক্রিকেট লীগের আয়োজন করা হয়, তাহলে সেই খেলার শেষে আবার যে খেলার আয়োজন করতে হবে সেটা যেনো ভুলে যায় জেলা ক্রীড়া সংস্থা।

চাঁদপুর জেলা শহরে অনুশীলনরত ক্রিকেটাররা এ প্রতিবেদককে জানান, আমরা গত ক’মাস ধরে জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারীসহ অনেককেই খেলার আয়োজনের ব্যাপারে বলছি। কিন্তু কেউই এ ব্যাপারে কোনো কিছু বলছে না। কবে যে প্রিমিয়ার ক্রিকেট লীগ শুরু হবে এ অপেক্ষায়ই রয়েছে চাঁদপুরের ক্রিকেটাররা।

রোববার সন্ধ্যায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুকে এ প্রতিবেদক মুঠোফোনে প্রিমিয়ার ক্রিকেট লীগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কাল বিকেলের পর সকল কিছুই জানা যাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়