প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৭
বিপিএল অষ্টম আসরের শীর্ষ দশ উইকেট শিকারি

বিপিএলের অষ্টম আসরের সেরা ১০ উইকেট শিকারির মধ্যে দু'জনই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। আগের আসরগুলোর তুলনায় এবার ম্যাচগুলোগুলোতে বেশ রান হয়েছে। বোলাররাও আলো ছড়িয়েছেন। ১১ ম্যাচ খেলে সর্বোচ্চ ১৯ উইকেট শিকার করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মুস্তাফিজুর রহমান। তার ইকোনোমি রেট ৬.৬২। এক ম্যাচ কম খেলে ১৮ উইকেট নিয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে ফরচুন বরিশালের ক্যারিবীয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।
|আরো খবর
তৃতীয় স্থানে বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান (১১ ম্যাচে ১৬ উইকেট), চতুর্থ স্থানে কুমিল্লার স্পিনার তানভীর ইসলাম (১২ ম্যাচে ১৬টি) ও পঞ্চম স্থানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী (৮ ম্যাচে ১৫ উইকেট)।
৬ষ্ঠ স্থানে শহিদুল ইসলাম (কুমিল্লা)- ৮ ম্যাচে ১৪ উইকেট, ৭ম স্থানে শরিফুল ইসলাম (চট্টগ্রাম)- ১২ ম্যাচে ১৪ উইকেট, ৮ম স্থানে পেরেরা (খুলনা)- ১১ ম্যাচে ১৩ উইকেট, ৯ম স্থানে মেহেদী হাসান মিরাজ (চট্টগ্রাম)- ১২ ম্যাচে ১৩ উইকেট ও নাজমুল ইসলাম (সিলেট)- ৬ ম্যাচে ১১ উইকেট।