প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ২২:১৭
পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্টের জার্সি উন্মোচন

পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর জার্সি উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার পুলিশ অফিস সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2020 এর জার্সি উন্মোচন করেন চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার)।
উক্ত টুর্নামেন্টে-২০২২ এ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট হতে ০৮ টি দল অংশগ্রহণ করবে। পুলিশ সুপার মিলন মাহমুদ প্রতিটি দলের অধিনায়কদের হাতে নতুন জার্সি তুলে দেয়া’সহ ফিকশ্চার নির্ধারণ করেন। এসময় তিনি বলেন পুলিশ সদস্যদের শারিরিক ও মানসিক সুস্থতায় খেলাধুলার ভূমিকা অপরিসীম। পুলিশ সদস্যদের কোন না কোন খেলায় পারদর্শিতা অর্জন করা উচিত।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।