প্রকাশ : ১৭ অক্টোবর ২০২১, ০০:১৯
হাজীগঞ্জে আসছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী ও জোনায়েদ সাকি
আজ রোববার বেলা সাড়ে ১১ টায় ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী হাজীগঞ্জে আসছেন। গত বুধবার পুলিশ-জনতা সংঘর্ষের ঘটনায় পুলিশের গুলিতে ৪জন নিহত হওয়ার ঘটনায় উদ্ভুত পরিস্থিতি সরজমিনে পরিদর্শনে আসছেন। গনস্বাস্থ্য ট্রাষ্টি বোর্ডের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত এক প্রেস রিলিজ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
|আরো খবর
ডা. জাফরুল্লাহ চৌধুরী নেতৃত্বে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, ৬৯‘ শহীদ আসাদের ছোট ভাই ডাঃ নুরুজ্জামান ও ভাসানী অনুসারী পরিষদের সদস্য ব্যারিস্টার সাদিয়া আরমান হাজীগঞ্জে আসবেন।
প্রেস রিলিজের সূত্রে জানা যায়, এদিন সকাল সাড়ে ১১ টায় ডাঃ জাফরুল্লাহ চৌধুরী ও তাঁর পরিদর্শন টিম হাজীগঞ্জে পৌঁছে নিহতদের পরিবারের সাথে সহানুভূতি জানাবেন ও এলাকাবাসী এবং পুলিশ প্রশাসনের সাথে কথা বলে পরিদর্শন শেষে দুপুর সাড়ে বারটায় হাজীগঞ্জে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে কথা বলবেন।