প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ২২:৪০
মতলব উত্তরের দুর্গাপুর ইউনিয়নে ধানের শীষের প্রচারণা মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-২ আসনের মতলব উত্তর উপজেলার ৫নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ধানের শীষের পক্ষে প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) বিকেলে উপজেলার নিশ্চিন্তপুর বাজারে ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মুহাম্মদ জালাল উদ্দীনের পক্ষে এই বিশাল মিছিল করেন কর্মী সমর্থকরা।
|আরো খবর
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান ইমু, পরিবেশ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন ভূইয়া, দূর্গাপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জাকির লঙ্কর, সাংগঠনিক সম্পাদক নাছির মিয়াজী, ইউনিয়ন যুবদলের সভাপতি এরফান হোসেন ভুট্টো, সাধারণ সম্পাদক খবির সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল পাঠান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী তুহিন, সদস্য নাহিদুল ইসলাম, দুর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিহাব বেপারী, সাংগঠনিক সম্পাদক জাহিদ সরকার প্রমুখ।








