প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ২২:২৬
রাজরাজেশ্বর ইউনিয়নে ধানের শীষের পক্ষে মাহবুবুর রহমান শাহীনের গণসংযোগ ও উঠান বৈঠক

চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের ধানের শীষের পক্ষে দিনব্যাপী চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন জেলা বিএনপির অন্যতম সদস্য মাহবুবুর রহমান শাহীন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারী ২০২৬) সকালে
চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদস্য মাহবুবুর রহমান শাহীন
রাজরাজেশ্বর ইউনিয়নের যান। এ সময় রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের
নেতাকর্মীকে সাথে নিয়ে তিনি এ ইউনিয়নের প্রতিটি গ্রামের ঘরে ঘরে গিয়ে তারেক রহমান ও শেখ ফরিদ আহমেদ মানিকের সালাম দেন। পাশাপাশি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে ভোট দেওয়ার অনুরোধ জানান।
এছাড়াও তিনি উক্ত ইউনিয়নের কয়েকটি বাজার ও এলাকায় উঠান বৈঠক করেন।
ধানের শীষের এই গণসংযোগ ও উঠান বৈঠককালে বিএনপি নেতা মাহবুবুর রহমান শাহীনের সাথে আরো উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ওসমান গাজী, সাধারণ সম্পাদক আবুল হাশেম চোকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মেরাজ চোকদার, জেলা যুবদলের নেতা জুয়েল দেওয়ান, চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খোকন মিজি, জেলা যুবদলের তথ্য ও গবেষণা সম্পাদক ওসমান গনি জনি, রাজরাজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি কবির চোকদার, সাধারণ সম্পাদক রমজান আলী প্রধানিয়া, যুবদল নেতা জাহাঙ্গীর প্রধানিয়া,
ছাত্রদল নেতা সোহেল, সাদ্দাম হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
এ সময় বিএনপি নেতা মাহবুবুর রহমান শাহীন ইউনিয়নের সাধারণ জনগণ ও সচেতন নাগরিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধানের শীষে ভোট চান। পাশাপাশি সকলের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করেন।








