শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১০ অক্টোবর ২০২১, ০১:৪৫

চাঁদপুর সদর উপজেলার ইউপি নির্বাচন

উদ্বেগ উৎকণ্ঠায় দলীয় মনোনয়ন প্রত্যাশীরা

মিজানুর রহমান
চাঁদপুর সদর উপজেলার ইউপি নির্বাচন

দ্বিতীয় ধাপে দেশের ৮৪৮ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ হবে আগামী ১১ নভেম্বর। ঘোষিত এই নির্বাচন তফসিলে চাঁদপুর সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদের মধ্য ১০টির নির্বাচন হবে ওই তারিখে।লক্ষ্মীপুর ইউপির নির্বাচন কিছুদিন আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুরো পরিষদ নির্বাচিত হয়ে গেছে।ইব্রাহিমপুর,রাজরাজেশ্বর ও কল্যানপুর ইউপি নির্বাচনের তফসিল দ্বিতীয় ধাপে ঘোষণা করেনি নির্বাচন কমিশন।

ইতিমধ্যে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে নৌকা প্রতীকে প্রার্থী নিশ্চিত করারর জন্য আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভা হয়ে গেছে।

চাঁদপুরের ১০ ইউনিয়ন পরিষদসহ বাকী ৩ টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীদের নৌকার মনোনয়ন দেওয়া প্রায় চুড়ান্ত।

৯ অক্টোবর শনিবার দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করার কথা থাকলে তা এক দিন পিছানো হয়েছে।

আজ ১০ অক্টোবর রোববার নৌকার চেয়ারম্যান প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে আ'লীগ কেন্দ্রিয় কার্যালয় সূত্রে জানা গেছে।

চুড়ান্ত প্রার্থী তালিকায় কার ভাগ্যে জুটবে নৌকা প্রতীক।এনিয়েরামপুর,শাহমাহমুদপুর,মৈশাদী,আশিকাটি,তরপুরচন্ডি,বিষ্ণুপুর,বাগাদী,বালিয়া,চান্দ্রা,হানারচর ইউনিয়নের স্থানীয় আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতাকর্মি ও সমর্থকের মাঝে ব্যাপক জল্পনা কল্পনা ও আলোচনা চলছে।বিভিন্ন মহলও প্রার্থীর নাম জানার জন্য অধীর আগ্রহে রয়েছে।

অপরদিকে, দলের মনোনয়ন প্রত্যাশীরা আছেন শেষ মূহুর্তের খবর জানার জন্য উদ্বেগ উৎকন্ঠায়। বর্তমান চেয়ারম্যানরা নাকি দল থেকে পরিবর্তন করে প্রার্থীতা দেয়া হবে এ নিয়ে ভাবনায় তৃর্ণমূলের নেতাকর্মী।

এদিকে,চাঁদপুরের ১০ টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রায় ৫৬ জন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিয়েছেন।

প্রতিটি ইউনিয়নে এক-দুইয়ের অধিক দলীয় মনোনয়ন প্রত্যাশী রয়েছেন।তৃর্ণমূলের মতামত,উপজেলা ও জেলা কমিটির মাধ্যমে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নামের তালিকা কেন্দ্রে আগেই পাঠানো হয়েছে।

আজ কেবল অপেক্ষা ইউপি চেয়ারম্যান হবার দলীয় নৌকা প্রতীক কোন ইউনিয়নে কে মনোনীত হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়