প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ২১:০৯
চাঁদপুর-৩ আসনে হাতপাখার প্রার্থী শেখ মোহাম্মদ জয়নাল আবেদীনের মনোনয়ন বৈধ ঘোষণা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ জয়নাল আবেদীনের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি ২০২৬) দুপুরে চাঁদপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা করেন।
সকল নথিপত্র এবং হলফনামা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনার পর তাঁর প্রার্থিতা নির্বাচনে অংশগ্রহণের জন্যে সম্পূর্ণ যোগ্য বলে বিবেচিত হয়েছে।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, আমি মহান আল্লাহর শোকরিয়া আদায় করছি। নির্বাচন কমিশন আইন অনুযায়ী আমার সকল তথ্য সঠিক পেয়েছে। আমি চাঁদপুর-৩ আসনের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন নিয়ে এগিয়ে যেতে চাই। এ এলাকার উন্নয়ন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমার প্রধান লক্ষ্য।
তিনি চাঁদপুর-৩ আসনের জনতার উদ্দেশ্যে বলেন, আমি আপনাদেরই সন্তান, আপনাদের ভালোবাসা ও আস্থা নিয়ে কাজ করতে চাই। আপনাদের দোয়া, সমর্থন ও পরামর্শ নিয়ে চাঁদাবাজি, দখলদারিত্ব ও দুর্নীতিমুক্ত, নিরাপদ, আধুনিক ও মানবিক চাঁদপুর-৩ গড়ে তুলবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে মোহাম্মদ জয়নাল আবেদীন তাঁর সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের ফলে নির্বাচনী এলাকার ভোটার ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, সেক্রেটারী কেএম ইয়াসিন রাশেদসানীসহ ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।








