সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ২০:৪৬

কমিউনিস্ট পার্টির নেতা জাহাঙ্গীর হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

অনলাইন ডেস্ক
কমিউনিস্ট পার্টির নেতা জাহাঙ্গীর হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত চাঁদপুর-৩ আসনের প্রার্থী, চাঁদপুর জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় যুব ইউনিয়নের প্রেসিডিয়াম মেম্বার কমরেড মো. জাহাঙ্গীর হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি ২০২৬) জেলা রিটার্নিং অফিসার এ ঘোষণা দেন। চাঁদপুর-৩ আসনে ৯ জন প্রার্থীর মধ্যে কাস্তে মার্কার প্রার্থী কমরেড মো. জাহাঙ্গীর হোসেনসহ মোট ৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা দেন জেলা রিটার্নিং অফিসার।

এক প্রেস ব্রিফিংয়ে কমরেড মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বেকারদের কর্মসংস্থান, চরাঞ্চলবাসীদের উন্নত চিকিৎসার নিশ্চয়তা ও শ্রমজীবী মানুষের অর্থনৈতিক মুক্তির জন্যে নির্বাচনে দাঁড়িয়েছি। শিক্ষা-কাজের নিশ্চয়তা এ নির্বাচনের মূল প্রতিপাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত। নির্বাচিত হলে দুর্নীতি, লুটপাট, দলীয়করণ বন্ধে সংসদে কথা বলার অঙ্গীকার করছি। সম্মানিত ভোটারগণ যদি আমাকে ভোট দেন তাহলে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে সংসদে ভূমিকা রাখবো।

প্রার্থীর সাথে যাচাই-বাছাইকালে ছিলেন প্রার্থীর প্রস্তাবক তাহমিনা আক্তার সীমা, প্রার্থীর সমর্থক জেলা কমিউনিস্ট পার্টির সদস্য কমরেড চন্দ্র শেখর মজুমদার ও আয়কর উপদেষ্টা মো. আমিনুল ইসলাম। এছাড়া জেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক কাউছার তপাদার, শহর যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নূরে আলম নূর উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়