প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১৭:১২
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের স্কুল শাখায় ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি সংকট
জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনায় অভিভাবকদের আর্তনাদ

চাঁদপুর সদর উপজেলা ও চাঁদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ–এর স্কুল শাখায় ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি সংকট ঘিরে শতাধিক অভিভাবকের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে।
|আরো খবর
গত ৪ জানুয়ারি ২০২৬, রোববার সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, পঞ্চম শ্রেণী উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিভাবকরা সন্তানদের ভর্তি করানোর আশায় শিক্ষক-কর্মকর্তাদের ঘিরে ধরেন।
ভিডিও ধারণ : পলাশ দে
এ সময় অভিভাবকদের মধ্যে এক আবেগঘন ও মানবিক পরিস্থিতি সৃষ্টি হয়। অনেক অভিভাবক প্রশ্ন তুলেন— কেন ভর্তি করানো যাবে না, কী সমস্যা, এবং তাদের সন্তানদের ভবিষ্যৎ
কী হবে।
হতাশাগ্রস্ত অভিভাবকদের একটি বড় অংশ জানান, তারা স্থানীয় ও আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মানুষ। অন্য স্কুলে সন্তানদের ভর্তি করানোর মতো আর্থিক সক্ষমতা
তাদের নেই।
এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, জেলা প্রশাসনের অনুমোদন ছাড়া ৬ষ্ঠ শ্রেণীতে নতুন করে ভর্তি নেওয়ার কোনো সুযোগ তাদের নেই।
সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অভিভাবকরা অনুরোধ জানান, ভর্তি সমস্যার বিষয়টি গণমাধ্যমে তুলে ধরে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করার জন্য।
ভর্তি বঞ্চিত অভিভাবকরা এখনো আশা করছেন, চাঁদপুরের জেলা প্রশাসক মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনা করে একটি স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধান
নিশ্চিত করবেন।
ডিসিকে/এমজেডএইচ








