সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১৮:৩৩

চাঁদপুর-৩ আসনে ইসলামী ফ্রন্টের প্রার্থী আহসান উল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
চাঁদপুর-৩ আসনে ইসলামী ফ্রন্টের প্রার্থী আহসান উল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আহলে সুন্নাত ওয়াল জামাআত সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি ২০২৬) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম বাছাই পর্বে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার আহসান উল্লাহসহ জেলার অন্য প্রার্থীদের মনোনয়ন বাছাই পর্বে এই ঘোষণা দেন।

মনোনয়ন বাছাইকালে জেলা রিটার্নিং কর্মকর্তার বৈধ ঘোষণার সাথে সাথে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহসহ উপস্থিত তাঁর দলের নেতৃবৃন্দ এবং অন্যরা আলহামদুলিল্লাহ বলে শোকরিয়া আদায় করেন।

মনোনয়ন বাছাইকালে উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত পর্যায়ক্রমে চাঁদপুরের পাঁচটি আসনের প্রার্থীদের মনোনয়ন ফরম বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়