বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ২১:৪৩

তারেক রহমানকে বরণ করতে চাঁদপুরের হাজার হাজার নেতা-কর্মী এখন ঢাকায়

স্টাফ রিপোর্টার।।
তারেক রহমানকে বরণ করতে চাঁদপুরের হাজার হাজার নেতা-কর্মী এখন ঢাকায়

২৫ ডিসেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) দীর্ঘ প্রায় দেড় যুগ পর দেশে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে ঢাকার তিনশ' ফিটে গণসংবর্ধনার আয়োজন করেছে দলটি। সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সারাদেশের ন্যায় চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী এখন রাজধানীতে অবস্থান করছেন।

বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) দুপুরে চাঁদপুর ও হাইমচর লঞ্চঘাট থেকে নেতা-কর্মী ও সমর্থকরা ঢাকায় রওনা দেয়। এছাড়া বিভিন্ন উপজেলা থেকে পরিবহনে করে ঢাকায় ছুটছেন তারা।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম জানান, ঐতিহাসিক দিনের সাক্ষী হতে আমরা চাঁদপুরের নেতা-কর্মীরাও সেখানে সামিল হয়েছি।চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসন থেকে ২৫ হাজারের অধিক নেতা-কর্মী ও সমর্থক আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণসমাবেশে যোগ দেবে।

তিনি বলেন, বাংলাদেশের প্রাণ তারেক রহমান। চাঁদপুর থেকে আগত নেতা-কর্মীদের বৃহস্পতিবার সকালে ঢাকা সদরঘাটে রিসিভ করবেন চাঁদপুর সদর আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। সঙ্গে আমিসহ জেলার অন্য নেতারাও উপস্থিত থাকবেন। সকাল সাতটায় কুড়িল বিশ্বরোডের দিকে যাত্রা শুরু করবো এবং সংবর্ধনা অনুষ্ঠানে চাঁদপুর জেলার নেতা-কর্মী, সমর্থকরা শামিল হবে। এ সময় স্লোগানের স্লোগানে মুখরিত হয়ে উঠবে ঢাকার রাজপথ। চাঁদপুর জেলার নেতৃত্ব দেবেন শেখ ফরিদ আহমেদ মানিক।

উল্লেখ্য, চাঁদপুর জেলার ৮টি উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা লঞ্চ, বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে করে ঢাকায় পৌঁছেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়