প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১৯:২৬
কচুয়ায় আহূত সমাবেশ জনসমুদ্রে পরিণত
জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা করেননি, সরাসরি দেশের জন্যে যুদ্ধ করেছেন ..... ড. আবদুল মঈন খান
কচুুয়াবাসীকে সাথে নিয়ে সকল ষড়ষন্ত্র মোকাবেলা করবো : ড. আ ন ম এহছানুল হক মিলন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, আজকের মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। এই জনসমুদ্র হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, গণতন্ত্র হত্যার প্রতিবাদ। আওয়ামী লীগ মিথ্যা মামলা-হামলা ও গুম করে সারাদেশের মানুষকে অতিষ্ঠ করে তুলেছিলো। আওয়ামী লীগ শুধু নিজেদের জন্যে করেছে, জনগণের জন্যে কিছুই করেনি। কারা দেশকে ভালোবাসে আপনাদের বুঝতে হবে। জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা করেননি, সরাসরি দেশের জন্যে যুদ্ধ করেছেন। আর এই দেশের নিরীহ মানুষের ওপর জুলুম, নির্যাতন, অত্যাচার করেছে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার।
|আরো খবর
তিনি বলেন, ৪৫ বছর আগ থেকে আপনাদের মিলনকে আমি চিনি। আপনারা সঠিক একজন ব্যক্তিকে নির্বাচিত করেছেন। আমি মিলনের হাতে ধানের শীষ তুলে দিলাম। ইতোমধ্যে আপনারা আজকের এই জনসভায় উপস্থিতির মাধ্যমে আপানাদের নেতা মিলনকে বিজয়ী করেছেন। তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। আপনাদের নেতা নাজমুন নাহার বেবী শুধু মিলনের সহধর্মিণী নয়, তিনি জাতীয়তাবাদী শক্তির নেত্রী। সারা কচুয়া থেকে দলে দলে আজকের এই মহাসমাবেশে এসেছেন, আগামীর নির্বাচনের দিন আপনারা প্রত্যেকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষে ভোট দিয়ে আমাদের নেতা তারেক রহমানকে এই আসনটি উপহার দেবেন।
ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে কচুয়া আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় শনিবার দুপুরে উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান বক্তা হিসেবে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন বলেন, ষড়যন্ত্র চলছে নির্বাচন ঘিরে। কচুুয়াবাসীকে সাথে নিয়ে এই ষড়ষন্ত্র মোকাবেলা করবো আমরা। নির্বাচন ভণ্ডুল করতে চায়
ষড়ষন্ত্রকারীরা। আমাদের নেতার সাথে রাজনীতি ও চালাকি করে লাভ নেই। যখন কেউ কেউ বলছেন নির্বাচন পরে করতে হবে। নতুন নতুন দল সৃষ্টি হয়ে নির্বাচন পিছিয়ে দিতে চায়, নির্বাচন বয়কট করবে বলে হুশিয়ারি দেয়, তখনই আমাদের নেতা তারেক রহমান সারাদেশের দলীয় মনোনয়ন ঘোষণা দিয়ে নির্বাচনের পরিবেশ তৈরি করেছেন। এই কচুয়া আসনটি আমাদের নেতা তারেক রহমানকে উপহার দেবো।
উপজেলা বিএনপি’র সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সমন্বয়ক শাহজালাল প্রধান জালালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবী, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর অধ্যক্ষ মাওলানা শাহ নেসারুল হক ও ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা কাজী আবুল হোসেন। দলীয় নেতাকর্মী ও সমর্থকরা দলে দলে যোগদান করায় সমাবেশেটি জনসমুদ্রে রূপ নেয়।








