শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধির ওপর হামলার প্রতিবাদে ফরিদগঞ্জের রূপসায় মানববন্ধন

প্রবীর চক্রবর্তী।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধির ওপর হামলার প্রতিবাদে ফরিদগঞ্জের রূপসায় মানববন্ধন

ফরিদগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও জুলাই মঞ্চের মুখ্য প্রতিনিধি আশরাফ উদ্দিন আরমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রূপসা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন রূপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আজিম উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী মাহমুদুল হাসান মিরাজ ও সামাজিক সংগঠনের সদস্য ইব্রাহিম খলিল সুমন।

বক্তারা বলেন, শুধুমাত্র পাওনা টানা চাওয়াকে কেন্দ্র করে কয়েকদিন পূর্বে স্থানীয় খোরশেদ আলম কুট্টি ও সিরাজ নামে দু মাদকসেবী বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি ও জুলাই মঞ্চের মুখ্য প্রতিনিধি আশরাফ উদ্দিন আরমানের ওপর সন্ত্রাসী হামলা চালায়। অল্পের জন্যে সে প্রাণে বেঁচে যায়। তাই দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে। মাদকসেবীরা আরো বড়ো ধরনের অপকর্ম করতে দ্বিধা করবে না। আমরা ওই ঘটনায় থানা পুলিশকে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানাই। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল রূপসা বাজার প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর রাতে ৬ মাস পূর্বের একটি পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হঠাৎ করেই স্থানীয় খোরশেদ আলম কুট্টি ও সিরাজ নামে দুজন দেশীয় অস্ত্র নিয়ে আশরাফ উদ্দিন আরমানের ওপর সন্ত্রাসী হামলা চালায়। এ ঘটনায় সে অল্পের জন্যে প্রাণে বেঁচে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় ক'জন ব্যবসায়ী জানান, অভিযুক্তরা এলাকায় মাদকসেবী হিসেবে চিহ্নিত। এদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেয়া প্রয়োজন।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, অভিযোগের আলোকে তদন্ত চলছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়