প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১৪:৩২
কচুয়ায় শনিবার বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভা
আল্লামা মামুনুল হকের প্রথম নির্বাচনী জনসভা

কচুয়ায় শনিবার (২ আগস্ট ২০২৫) বাংলাদেশ খেলাফত মজলিসের বৃহৎ জনসভা। জনসভা উপলক্ষে কচুয়ার প্রতিটি এলাকায় মাইকিং, ফেস্টুন লাগিয়ে আল্লামা মামুনুল হকের আগমন বার্তা পৌঁছে দেওয়ার কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিকেল ৩ টায় কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে প্যান্ডেল ও অন্যান্য কাজ সম্পন্ন হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির আমির আল্লামা মুহাম্মদ মামুনুল হক। খেলাফত মজলিস কচুয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত জনসভার মাধ্যমে আগামী সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
|আরো খবর
বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া উপজেলা শাখার সভাপতি মুফতি নুরুল ইসলাম মাদানীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি ও চাঁদপুর-১ (কচুয়া) আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি আনিছুর রহমান কাসেমী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা তাফাজ্জল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ, চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, কুমিল্লা পশ্চিম জেলা শাখার সভাপতি মাওলানা আবু ইউসুফ মুন্সী, কচুয়া মাদ্রাসার মুফতি আবু হানিফসহ অন্যান্য আলেম-ওলামা মাশায়েখবৃন্দ। জনসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক জাহাঙ্গীর আলম জামিল ও কচুয়া পৌর কমিটির সভাপতি মুফতি রিয়াসুল হক মজুমদার সকল ওয়ার্ড, ইউনিয়ন, পৌর কমিটির কর্মী, সমর্থক ও দায়িত্বশীলদের জনসভায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন।