মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ২০:৫৬

চাঁদপুরে ছাত্রদলের বিশাল বিক্ষোভ মিছিল

যে ষড়যন্ত্র শুরু হয়েছে রাজপথে থেকে এর দাঁতভাঙ্গা জবাব দিতে হবে ----অ্যাড. সলিম উল্যাহ সেলিম

চৌধুরী ইয়াসিন ইকরাম
যে ষড়যন্ত্র শুরু হয়েছে রাজপথে থেকে এর দাঁতভাঙ্গা জবাব দিতে হবে ----অ্যাড. সলিম উল্যাহ সেলিম

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে বিশাল বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। সোমবার (১৪ জুলাই ২০২৫) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় শহরের বিভিন্ন মোড়ে মোড়ে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তাদেরকে সমর্থন দেন। মিছিলে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ অন্য নেতৃবৃন্দও অংশ নেন।

মিছিলশেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।

তিনি বলেন, আমাদের সতর্ক থাকতে হবে। কোনো অবস্থাতে জামায়াত এবং তথাকথিত ছাত্ররাসহ অন্যরা যে কাজ করছে আমাদের সেই কাজ করা যাবে না। আমাদের জায়গা রাজপথ। ষড়যন্ত্র শুরু হয়েছে, রাজপথে থেকেই এর দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। তিনি আরো বলেন, নতুন সংগঠন এনসিপি। তাদেরকে আমরা বলতে চাই, সেদিন যদি তারেক রহমান তোমাদের সহযোগিতা না করতো তাহলে রাজপথে নামতে পারতে না। কিন্তু আজকে কী করছো তোমরা! তোমরা জামায়াতের দিকে যাচ্ছো। জামায়াত এই দেশকে পাকিস্তান বানাতে চায়। তোমাদের বলতে চাই, তারেক রহমানের দরজা তোমাদের জন্যে খোলা। তোমরা যে স্বপ্ন লালন করছো তারেক রহমান সে স্বপ্ন বাস্তবায়ন করবে। বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই।

চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ। এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়