মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ০২:৩২

নববর্ষ উদযাপনে চাঁদপুর জেলা বিএনপির কর্মসূচি

চাঁদপুর কন্ঠ রিপোর্ট
নববর্ষ উদযাপনে চাঁদপুর জেলা বিএনপির কর্মসূচি

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে ৩ দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ফ্যাসিবাদমুক্ত আবহমান বাংলায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে বৈশাখী উৎসবের মাধ্যমে চাঁদপুর জেলা বিএনপি'র অনুষ্ঠানমালায় আগ্রহী সকলের উপস্থিতি সুন্দর সহনশীল, মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রেরণা জোগাবে বলে সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম আশাবাদ ব্যক্ত করেছেন। কর্মসূচি--

১লা বৈশাখ ১৪৩২ (১৪ এপ্রিল ২০২৫) সোমবার : সকাল সাড়ে ৮ টার সময় বৈশাখী যাত্রা (দলীয় কার্যালয় হতে শুরু হয়ে কলেজ মাঠ পর্যন্ত); দুপুর ৩ টায় হাডুডু খেলা (যুবদল বনাম স্বেচ্ছাসেবক দল); দুপুর সাড়ে তিনটায় লং জাম্প; বিকেল সোয়া ৪টায় ফুটবল খেলা (নতুন বাজার একাদশ বনাম পুরাণবাজার একাদশ), স্থান : পুরাণ বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠ।

দোসরা বৈশাখ (১৫ এপ্রিল ২০২৫) মঙ্গলবার : বিকেল ৩ টার সময় সাঁতার প্রতিযোগিতা (স্কুল পর্যায়ে), অঙ্গীকার পাদদেশের চাঁদপুর লেক; বিকেল ৪ টায় পাতিল ভাঙ্গা, সাড়ে চারটায় বালিশ/ কুশন খেলা, বিকেল সাড়ে পাঁচটায় রশি টানাটানি (চাঁদপুর সদর থানা বিএনপি বনাম চাঁদপুর পৌর বিএনপি), হাসান আলী হাই স্কুল মাঠ।

তেসরা বৈশাখ (১৬ এপ্রিল ২০২৫) বুধবার :

বিকেল ৩টায় সাঁতার প্রতিযোগিতা (কলেজ পর্যায়ে), অঙ্গীকার পাদদেশের চাঁদপুর লেক;বিকেল ৪ টায় মেয়েদের সুঁই সুতা গাঁথা (স্কুল পর্যায়ে), বিকেল সাড়ে চারটায় মেয়েদের দড়ি লাফ (স্কুল পর্যায়ে), মেয়েদের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা (জেলা ছাত্রদল), সাড়ে পাঁচটায় ছেলেদের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা (জেলা ছাত্রদল), সন্ধ্যা ৭ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান (জেলা জাসাস) ও রাত ৯ টায় র‍্যাফেল ড্র অনুষ্ঠান, স্থান হাসান আলী হাই স্কুল মাঠ।

বাংলা বর্ষবরণের এসব আয়োজনে এবং অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতা ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ অন্য নেতৃবৃন্দ।

উক্ত কর্মসূচিতে বিএনপির নেতা-কর্মী, সমর্থক এবং সর্বস্তরের জনগণকে উপস্থিত থেকে সফল করার জন্যে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়