শনিবার, ২৯ মার্চ, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ২০:৫৪

আমরা মাঠে নামলে শেখ হাসিনার মতো পালাবার জায়গা পাবেন না

আগামী সংসদ হবে তরুণদের জয়জয়কার

----এনসিপি মূখ্য সমন্বয়ক নসীরুদ্দীন পাটোয়ারী

মো. মঈনুল ইসলাম কাজল
আগামী সংসদ হবে তরুণদের জয়জয়কার

শাহরাস্তিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, আগামী সংসদ নির্বাচন হবে তরুণদের জয়জয়কার। কেউ আমাদেরকে ঠেকাতে পারবে না। তিনি বলেন, বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী শক্তি মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পাবে না। আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চাই, কোনো মাফিয়াতন্ত্র এই বাংলাদেশে চলবে না, বাংলাদেশে কোনো পরিবারতন্ত্রের স্থান হবে না, দেশে কোনো মাসল পাওয়ারের খেলা হবে না। আমরা আরো দৃষ্টান্ত স্থাপন করতে চাই, বাংলাদেশে কোনো সন্ত্রাসের জায়গা হবে না। আমরা কোনো নির্বাচনী শোডাউনে বিশ্বাসী নই। বাংলাদেশে আপকামিং যে নির্বাচন হবে সে নির্বাচনে তরুণরা ৫ আগস্টের মতো এক দুরন্ত নতুন টেকনিক ব্যবহার করবে, যার মধ্য দিয়ে ৫৩ বছরের যে রাজনৈতিক বন্দোবস্ত রয়েছে তা পরাজিত হবে।

নাসীরুদ্দীন পাটোয়ারী আরো বলেন, শেখ হাসিনাকে বিদায় করার পর আগামীতে যে ব্যালট রেভুলেশন হবে, সেখানে তরুণদের জয়জয়কার হবে। যদি বিশ্বাস না হয় একাত্তরের পূর্ববর্তী ও পরবর্তী নির্বাচনের ডাটাগুলো দেখবেন। আমরা এবারের নির্বাচনে মসজিদের ইমামকে প্রার্থী দিবো, স্কুলের সম্মানিত শিক্ষকদের প্রার্থী দিবো, এবারের নির্বাচনে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা রয়েছেন, সামান্য টাকার অভাবে যারা প্রার্থী হতে পারেননি, আমরা তাদেরকে প্রার্থী দিবো। আমরা এ নির্বাচনের মধ্য দিয়ে সেকেন্ড রিপাবলিকের সূচনা করবো। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাংলাদেশের রাজনীতিতে যারা এখন রাস্তায় রাস্তায় মহড়া দিচ্ছে, বিভাজনের রাজনীতি করছে, তাদের বলতে চাই, আমরা যখন মাঠে নামবো শেখ হাসিনার মতো পালাবার সুযোগ পাবেন না। ৫ আগস্টের পর যারা লুটপাট করেছেন, মানুষের সম্পদ নষ্ট করেছেন, আমরা এগুলো আর হতে দেবো না। সেই ফ্যাসিবাদী আচরণ যদি আপনারা চালান, তাহলে আগামী নির্বাচনের আগেই বাংলাদেশ থেকে আপনাদের চিরতরে বিদায় করবো ইনশাল্লাহ। গত সাত মাসে মানুষ দেখে গেছে কার পকেটে কতো টাকা ঢুকেছে দুর্নীতির টাকা, টেন্ডারবাজির টাকা, চাঁদাবাজির টাকা। আপনারা বিশ্বাস রাখুন, আগামীর সংসদ হবে তরুণদের, আমরাই সংসদে যাবো, আমরাই প্রধানমন্ত্রী হবো, যারা আমাদেরকে বাধা সৃষ্টি করবে, তাদেরকে তরুণরাই প্রতিহত করবে।

বুধবার (২৬ মার্চ ২০২৫) বিকেলে শাহরাস্তি উপজেলা জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে নিজ মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী উপরোক্ত কথাগুলো বলেন। সভায় আরো বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন, গণতান্ত্রিক নাগরিক পার্টির হাজীগঞ্জ প্রতিনিধি রিয়াদ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাহরাস্তি প্রতিনিধি আবু সুফিয়ান, বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মহিউদ্দিন, জাতীয় নাগরিক কমিটির হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোহাইমিনুল ইসলাম, সাইফুল ইসলাম ও মাহবুব আলম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়