মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০১:২৮

রায়কে স্বাগত জানিয়ে রায়পুরেএনসিপি-শিবির-ছাত্রদলের মিষ্টি বিতরণ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রায়কে স্বাগত জানিয়ে রায়পুরেএনসিপি-শিবির-ছাত্রদলের মিষ্টি বিতরণ

ছবি: সোমবার সন্ধ্যায় রায়পুর শহরের ট্রাফিক মোড়ে এনসিপিশিবির নেতৃবৃন্দ সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জুলাই আন্দোলন এর সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ এর মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায় কে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রায়পুরে এনসিপি, ছাত্রদলশিবির মিষ্টি বিতরণ করেছে।

সোমবার (১৭ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় রায়পুর ট্রাফিক মোড় এলাকায় এনসিপি, শিবির ও ছাত্রদল নেতৃবৃন্দ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

এ সময় এনসিপির নেতারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, ‘শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে রায় দ্রুত কার্যকর করতে হবে।’ মিষ্টি বিতরণের সময় এনসিপির নেতাকর্মীরা ‘শেখ হাসিনা স্বৈরাচার, দিল্লি তুমি পাহারাদার’ স্লোগান দিতে থাকেন।

রায়ে উল্লাস প্রকাশ করে মিষ্টি বিতরণ করেছে উপজেলা ছাত্রদল। অন্যদিকে, একই রায়ের প্রতি সন্তুষ্টি জানিয়ে লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবুল খায়ের ভুইয়ার সমর্থকরা। নেতারা রায়কে ‘ন্যায়বিচারের প্রতিফলন’ বলে মন্তব্য করেন।

জুলাই আন্দোলনের সময় নিহত ওসমান এর এক স্বজন বলেন ‘এই দিনটার অপেক্ষায় ছিলাম। যাদের কারণে এতো প্রাণহানি, তারা বিচার পেয়েছে—এটাই আমাদের সান্ত্বনা।’‎

‎এদিকে, রায়পুরে নেতাকর্মীরাও রায়ের প্রতি সন্তোষ জানিয়ে বলেছেন, ‎‘মানবতাবিরোধী অপরাধের বিচারই এই দেশের জনগণের দীর্ঘদিনের দাবি ছিলো।’‎ রায় ঘোষণার পর পুরো শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ ছিলো। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও সতর্ক অবস্থানে ছিলো।

উপজেলা ছাত্রদল সভাপতি মাহফুজুর রহমান রিদয় বলেন, ‘১৭ বছরের জমানো আঘাতের রায় আজকে এসেছে। আবরার ফাহাদ, বিডিআর হত্যাকাণ্ড, শাহবাগ কায়েম করা এবং সর্বশেষ জুলাই হত্যাকাণ্ড এগুলো এক একটা ক্ষত, যার রায় আজ এসেছে। ১৬ কোটি মানুষের এখন একটাই ডিসিশন, তা শেখ হাসিনার ফাঁসি। আমার ব্যক্তিগত কথা বললে, আমার মতো শত শত পরিবার আছে যাদের নষ্ট করে দেওয়া হয়েছে। এখন আমরা চাই, অনতিবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তার ফাঁসি কার্যকর করা হোক।’

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়