প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ২৩:৩০
ঢাকা অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট লীগ ২০২৫
ঢাকা কর্পোরেট ও মুন্সীগঞ্জের সাথে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির জয়

ঢাকা ফার্মগেট ইন্দিরা রোডস্থ ক্লেমন ক্রিকেট মাঠে অনুষ্ঠিত অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট লীগের দুটি খেলায় জয় পেয়েছে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি ক্রিকেট দল।
শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) বিকেলে খেলার প্রথম ম্যাচে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির দলটি অংশ নেয় আয়োজক ঢাকা কর্পোরেট দলের সাথে। চাঁদপুরের দলটি প্রথম ম্যাচে ১৭ রানে জয়লাভ করে।
টসে জয়লাভ করে চাঁদপুরের দলটি নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটে ১৯৮ রান করে। ব্যাট হাতে দলের পক্ষে রেদোয়ান ৫১, আবির ৪৬, আবু কাউসার ৩৬, মুনতাসির ২৭ ও মহিউদ্দিন ১৬ রান করেন।
ঢাকা কর্পোরেট দলটি ১৯৯ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা নিধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮১ রান করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চাঁদপুরের আবির হায়াত শিহাব।
সন্ধ্যা সাড়ে সাতটায় একই ভেন্যুতে মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাথে খেলতে নামে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি ক্রিকেট দল। নির্ধারিত সময়ে মুন্সীগঞ্জ দলটি খেলতে না আসায় আয়োজকরা চাঁদপুরের দলটিকে ওয়াকওভার দিয়ে জয়ী ঘোষণা করেন।
চাঁদপুর জেলা দলটিকে শনিবার সকালে ঢাকার উদ্দেশ্যে বিদায়কালে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মেহেদী হাসান ও সিনিয়র অ্যাড. নুরুল আমিন খান আকাশ।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতি ক্রিকেট দলের টিম ম্যানেজার অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম জানান, ঢাকায় অনুষ্ঠিত অ্যাডভোকেট প্রিমিয়ার ক্রিকেট লীগে এবার সুপ্রিম কোর্টের দলসহ সারা বাংলাদেশের ২৮টি দল (জেলা আইনজীবী সমিতি) অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টে শুধুমাত্র অ্যাডভোকেটরা খেলছেন। চাঁদপুরের দলটি তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচ জয় পেয়েছে। রান রেটের অবস্থান অন্যান্য দলের তুলনায় আমাদের ভালো। আশা করি সকলের সহযোগিতা ও দোয়া থাকলে আমাদের দলটি বসুন্ধরা মাঠে সেমি-ফাইনাল খেলায় অংশ নেবে।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতি ক্রিকেট দলের খেলোয়াড়রা হলেন : অ্যাড. রিয়াদ হোসেন মুনতাসির (অধিনায়ক), অ্যাড.আবির হায়াত শিহাব, অ্যাড. রেদওয়ান, অ্যাড. আবু কাউসার, অ্যাড. মুজাহিদুল ইসলাম সাদ্দাম, অ্যাড. কাজী সোহেল, অ্যাড. আবুল বাশার, অ্যাড. মহিউদ্দিন ও অ্যাড. শিহাবুল আলম শিবলী।








