প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ২০:৩৯
মুসলমানরা ন্যূনতম ঈমানী চেতনায় উদ্বুদ্ধ থাকলে আমি নির্বাচিত হবো ইনশাআল্লাহ'

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, মুসলমানরা ন্যূনতম ঈমানী চেতনায় উদ্বুদ্ধ থাকলে আমি নির্বাচিত হবো ইনশাআল্লাহ। আমার সংসদীয় আসনে হিন্দু সম্প্রদায়ের ভোটের চেয়ে বেশ কয়েক গুণ বেশি মুসলমান ভোটার। সেই হিসেবে মুসলমানগণ ঈমানী চেতনার মধ্যে থাকলে আমি জয়লাভ করবো। শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) বিকেলে সংগঠনটির শাহরাস্তি উপজেলা অফিসে সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলবো। শিক্ষা নামের অশিক্ষা জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে । শিক্ষা নামের অশিক্ষার মধ্যে থেকে যুবকরা ইসলাম ও কোরআনের আদর্শ থেকে বঞ্চিত হচ্ছে। সে কারণেই আমাদের খেলাফত ব্যবস্থা কায়েম করতে ব্যাঘাত পেতে হচ্ছে। তিনি বলেন, এ সমাজে এখন অন্যায়টাই ন্যায় হয়ে গেছে, বর্তমানে কোনো সঠিক শিক্ষা নেই। আমরা খেলাফত ব্যবস্থার মাধ্যমে রাসুলে করিম (সা.)-এর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে ইসলামী সমাজ, ইনসাফভিত্তিক সমাজ, ন্যায়ভিত্তিক সমাজ কায়েম করে এ জাতিকে উন্নত জাতি হিসেবে গঠন করতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের উপজেলা সভাপতি শাহাদাত হোসেন বিএসসি, সাধারণ সম্পাদক মুফতি সাজ্জাদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা কামরুজ্জামান ও সহ-সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন।






