বুধবার, ২৬ মার্চ, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ২০:৪১

চাঁদপুরে বিএনপির ৩১ দফা ও নাগরিক প্রত্যাশা শীর্ষক কর্মশালা

চাঁদপুরে বিএনপির ৩১ দফা ও নাগরিক প্রত্যাশা শীর্ষক কর্মশালা
অনলাইন ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা ও নাগরিক প্রত্যাশা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ ২০২৫) সকালে চাঁদপুর শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ কর্মশালায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ অংশ নেন।

ম্যাফ চাঁদপুরের সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, জেলা কৃষক দলের সভাপতি ও ম্যাফের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এনায়েত উল্লাহ খোকন, জেলা বিএনপির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদিকা অ্যাড. শিরিন আক্তার সুপ্তা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও ম্যাফের সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার,

পৌর মহিলা দলের সম্পাদিকা ও ম্যাফের দপ্তর সম্পাদিকা নাহিদা সুলতানা সেতু, জেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক দীন মোহাম্মদ জিল্লু, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আরেফীন সূর্য, সদস্য সচিব শামসুল আরেফীন, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফেরদৌসি আক্তার ঈশিতা, পৌর মহিলা দলের সহ-সভাপতি ফারজানা রুজি, জেলা ছাত্রদল নেতা শেখ হাবিব, মামুন খান, সদর থানা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, সাধারণ সম্পাদক পারভেজ খান, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালী।

কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাশার।

কর্মশালায় ৩১ দফার ওপর নেতৃবৃন্দ তাদের মতামত প্রদান করেন।

যুক্তরাজ্যের এফসিডিও-এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশন্যাল পরিচালিত বি-স্পেস প্রকল্প এই আলোচনা অনুষ্ঠানে সহায়তা করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়