রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০৩:২৮

হাজীগঞ্জে জামায়াতে ইসলামীর স্মরণকালের বৃহত্তম সমাবেশ

সংস্কারের নামে দীর্ঘায়িত ক্ষমতা জনগণ মানবে না : ডা. সৈয়দ আব্দুল্লাহ্ মোহাম্মদ তাহের

কামরুজ্জামান টুটুল
সংস্কারের নামে দীর্ঘায়িত ক্ষমতা জনগণ মানবে না : ডা. সৈয়দ আব্দুল্লাহ্ মোহাম্মদ তাহের

‘সংস্কারের নামে দীর্ঘায়িত ক্ষমতা জনগণ মানবে না। নির্বাচন দিতে হবে। প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিতে হবে। রমজান মাসসহ সকল সময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রয়োজনে ভর্তুকি দিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে বাজার দর নির্ধারণ করতে হবে’। ১১ জানুয়ারি শনিবার বিকেলে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজীগঞ্জ উপজেলা ও পৌর শাখার কর্মী সম্মেলনে এসব কথা বলেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সাংসদ ডা. সৈয়দ আব্দুল্লাহ্ মোহাম্মদ তাহের। প্রধান অতিথির বক্তব্যে ডা. সৈয়দ আব্দুল্লাহ্ মোহাম্মদ তাহের সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যে আশা আকাক্সক্ষা নিয়ে ৫ আগস্ট ঘটেছিল, তা সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। এ পরিবর্তন আমরা চাই না। উপদেষ্টা সদস্যদের মধ্যে ভুত রয়েছে, এ ভুত তাড়ান। তা না হলে জনগণ ভুত তাড়াবে। জাতীয় ঐক্যের বিকল্প নেই। ঐক্যবদ্ধ থাকলে কোনো দেশ আমাদের কাবু করতে পারবে না। এই মুহূর্তে দেশের বড় দুইটি রাজনৈতিক দল বিএনপি-জামায়াতকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। মতপার্থক্য থাকবে এবং থাকতে পারে। তা যেনো মতবিরোধে রূপান্তরিত না হয়। আমরা ভারতসহ সকল দেশের সাথে সুসম্পর্ক রাখতে চাই। তবে কোনো প্রভুর আচরণ করলে তা মেনে নেয়া হবে না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সাবেক আমীর অধ্যক্ষ মাও. আ. রহিম পাটওয়ারী, নায়েবে আমীর অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল, সাবেক নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মাও. আবুল হোসাইন ও মো. জাহাঙ্গীর আলম প্রধান, জেলা কর্মপরিষদ সদস্য এস মো. হারুনুর রশিদ ওসমানী। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা ওলামা বিভাগের সভাপতি মাও. আবু নছর আশ্রাফী, জেলা তালীমুল কুরআন বিভাগের হাফেজ মাও. মীর হোসাইন, জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা আমীর অ্যাড. মো. শাহাজান খান, জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইব্রাহীম খলিল ও চাঁদপুর সদর উপজেলা সভাপতি মো. মহরম আলী। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. কলিম উল্যাহ্ ভূঁইয়ার সভাপ্রধানে ও পৌর আমীর মাওলানা আবুল হাসানাত পাটওয়ারীর সঞ্চালনায় সম্মেলনে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাও. মোজাম্মেল হোসেন মজুমদার পরান, সেক্রেটারী মো. জয়নাল আবেদীন, পৌর নায়েবে আমীর মাও. মো. কবির হোসাইন, পৌর সেক্রেটারী সফিকুর রহমান মজুমদার, বড়কুল পূর্ব ইউনিয়নের সাবেক শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান মাও. আবু জাফর সিদ্দিকী প্রমুখ। শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন উপজেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা নাজিম উদ্দিন। অন্যান্য অতিথিসহ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও পৌরসভার সকল ওয়ার্ড থেকে প্রায় ১০ হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সাজানো গোছানো এই উক্ত কর্মী সম্মেলন আছর নামাজের আজানের আগ মুহূর্তে সমাপ্তি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়