প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ২১:২৩
জাতীয় পার্টির আজ ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী
দেশের এক সময়ের ক্ষমতাসীন রাজনৈতিক দল, পরবর্তীতে জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টির আজ ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৮৬ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে রক্ষণশীল জাতীয়তাবাদের আদর্শকে লালন করে মুক্তিযুদ্ধের চেতনায় আধুনিক ও অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ গড়ার প্রত্যয়ে সাবেক সেনা শাসক, সাবেক রাষ্ট্রপতি, পল্লীবন্ধু এইচ এম এরশাদ এ রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা করেন। তৎকালীন দেশের নানা মত ও আদর্শের তৎকালীন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে জাতীয় পার্টির যাত্রা শুরু হয়। দেশের অন্যতম এই রাজনৈতিক দলটির প্রতিষ্ঠাতা দলের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেওয়ায় দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা ও সমালোচনার জন্ম দেন। প্রতিষ্ঠার পর এ পর্যন্ত নানা চড়াই উৎরাই পেরিয়ে ৩৮ বছর শেষ করে আজ ১ জানুয়ারি বুধবার জাতীয় পার্টি বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে ৩৯ বছরে পদার্পণ করলো। এ উপলক্ষে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা জাতীয় পার্টি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এদিকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি এমরান হোসেন মিয়া ও সাধারণ সম্পাদক অ্যাড. আ. লতিফ শেখ জানিয়েছেন, এ কর্মসূচির অংশ হিসেবে আজ ১ জানুয়ারি বুধবার সকাল ১০ টায় চাঁদপুর শহরের বিপণীবাগ বাজারের পৌর সুপার মার্কেটের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী বের হবে, যেটি শহরের ষোলঘরে চেয়ারম্যান ঘাটস্থ অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় মিলিক হবে। এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসূচি সফল করার জন্যে দলের নেতা-কর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন নেতৃবৃন্দ ।