বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   সৌদি প্রবাসীদের অনলাইন প্রতারণা থেকে সতর্ক করলো বাংলাদেশ দূতাবাস
  •   বরিশালে কৃষক দলের হামলায় জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি পণ্ড
  •   শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
  •   গুমের ভয়াবহ চিত্র: তদন্ত কমিশনের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  •   চাঁপাইনবাবগঞ্জে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তা

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ২১:১০

বিজয় দিবস উপলক্ষে জেলা গণফোরামের সভা

বিজয় অর্জিত হলেও জনগণ বিজয়ের ফসল পায় না : অ্যাড. সেলিম আকবর

বিজয় অর্জিত হলেও জনগণ বিজয়ের ফসল পায় না : অ্যাড. সেলিম আকবর
অনলাইন ডেস্ক

মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা গণফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর বিকেলে জেএম সেনগুপ্ত রোডস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর।

তিনি বলেন, বারবার দেশের জনগণ বিজয় ছিনিয়ে আনলেও মানুষ তার সুফল পায় না। বিজয় অর্জিত হলেও জনগণ বিজয়ের ফসল পায় না। একাত্তরে পাকিস্তানিদের শোষণ ও বঞ্চনা এবং বৈষম্যের বিরুদ্ধে ৩০ লাখ লোক শহিদ হয়েছে, ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন করেও এদেশের জনগণ স্বাধীনতার সুফল পায় নি।

তিনি বলেন, স্বাধীনতার পরপর দুর্নীতি ও দুর্ভিক্ষের কবলে পড়ে মানুষ দিশেহারা। এরশাদের পতন হওয়ার পর সাময়িকভাবে দেশের জনগণ কিছুটা স্বস্তি পেলো। বিগত ১৭ বছরের শেখ হাসিনার স্বৈরশাসনের বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দল আন্দোলন-সংগ্রাম করে। ছাত্র-জনতা ঐক্যবদ্ধ আন্দোলনে বৈষম্যবিরোধী চেতনায় দেশের মানুষ জুলাই ও আগস্টে আবার পরিবর্তন আনে।

শহর গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাজী বাবুর সভাপ্রধানে অনুষ্ঠান পরিচালনা করেন যুব গণফোরামের নেতা বিজয় মজুমদার। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেন, যুব জেলা গণফোরামের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান, সদর উপজেলা গণফোরামের সভাপতি মহসিন মিজি, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন গাজী, মহিলা গণফোরামের সভানেত্রী অ্যাড. জেসমিন আক্তার, জেলা যুব গণফোরামের সভাপতি নুরুন্নবী, শহর গণফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, জেলা কমিটির সদস্য শাহজাহান, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, অ্যাড. হাবিবুর রহমান, আশিকাটি ইউনিয়নের সভাপতি হাসিম গাজী প্রমুখ।

বিজয় দিবসে জেলা গণফোরামের আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়