প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ২০:৪৭
চাঁদপুর জেলা বিএনপির বিজয় দিবসের কর্মসূচি
মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে : ১৬ ডিসেম্বর সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের জমায়েত এবং সেখান থেকে বর্ণাঢ্য র্যালি । র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে 'অঙ্গীকার' বেদীতে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পণ করবে।
চাঁদপুর জেলা বিএনপি আয়োজিত বিজয় দিবসের এই র্যালিতে নেতৃত্ব দেবেন জেলা সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। পরের দিন ১৭ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর কেন্দ্রীয় শহিদ মিনারে বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
শহরে জেলা বিএনপির মাইকিং সূত্রে এ তথ্য জানা যায়। এসব কর্মসূচিতে দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্লাহ সেলিম।