মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ১১:৫২

যে ষড়যন্ত্রের ইঙ্গিত দিলেন তারেক রহমান

মো: জাকির হোসেন
যে ষড়যন্ত্রের ইঙ্গিত দিলেন তারেক রহমান
ছবি : সংগৃহীত

কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে’ মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের জনগণকে সচেতন করতে হবে এবং জনগণের সঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ষড়যন্ত্র থেমে যায়নি। আপনারা নিশ্চয়ই গত কয়েকদিনের পত্রিকার বিভিন্ন খবর সম্বন্ধে অবগত। রাজনৈতিক নেতৃবৃন্দ, আপনারা প্রত্যেকে পোড় খাওয়া মানুষ। কাজেই আপনারা নিশ্চয়ই বুঝতে সক্ষম হচ্ছেন যে, কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে। কাজেই জনগণকে সচেতন করতে হবে। জনগণের সঙ্গে থাকতে হবে।

গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক কর্মশালায় সমাপনী বক্তব্যে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তার নামের সঙ্গে ‘দেশনায়ক বা রাষ্ট্রনায়ক’ জাতীয় শব্দ ব্যবহার না করতে দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন তারেক রহমান।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘সহকর্মী হিসেবে আপনাদের কাছে আমার অনুরোধ এবং নেতা হিসেবে আপনাদের কাছে নির্দেশ, আজকের পর থেকে দয়া করে আমার নাম যখন কেউ বলবেন, দেশনায়ক, রাষ্ট্রনায়ক এই কথাগুলো কেউ ব্যবহার করবেন না।’

তিনি বলেন, বিএনপি এমন একটি দল, যারা অতীতে দেশের উন্নয়নের জন্য, মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করেছে। অনেক ক্ষেত্রেই সফল হয়েছে, কিছু ক্ষেত্রে হয়নি। আমরা সবাই জানি, অনেকেই বলেছেন, বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হলে, দলকে ঐক্যবদ্ধ রাখতে পারলে, জনগণের চাওয়া অনুযায়ী কাজ করতে পারলে আগামী দিনে বিএনপিই সরকার গঠন করবে।

তারেক রহমান আরও বলেন, এটা নির্ভর করছে দলের নেতাকর্মীদের ওপর। আমাদের এই ৩১ দফা হলো ভবিষ্যতে আমরা কীভাবে দেশ পরিচালনা করব, তার রূপরেখা। এটা প্রথমে ছিল ২৭ দফা। পরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে আমাদের যুগপৎ আন্দোলনে যেসব শরিক দল ছিল, তাদের সবার মতামতের ভিত্তিতে তৈরি হয়েছে। অর্থাৎ, এটা শুধু বিএনপির নয়, গণতন্ত্রে বিশ্বাসী সব দলের সম্মিলিত চিন্তার ফসল।

তথ্যসূত্র : দৈনিক দিগন্ত

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়