রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ১৯:০৫

সাহস থাকলে আমার সাথে উন্মুক্ত মাঠে কথার লড়াইয়ে আসুন : এম এ হান্নান

অনলাইন ডেস্ক
সাহস থাকলে আমার সাথে উন্মুক্ত মাঠে কথার লড়াইয়ে আসুন : এম এ হান্নান

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদকে খোলা মাঠে বিতর্ক যুদ্ধে আমন্ত্রণ জানিয়েছেন। এ সময় তিনি বলেন, ট্রাম্প ও কমলা হ্যারিস যেভাবে বির্তক করেছিলেন, সেভাবে বিগত ২০০৮ এবং ২০১৮ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে কে কী করেছেন এবং বিএনপির জন্যে কে কী করেছেন এই বিষয় নিয়ে উন্মুক্ত মাঠে কথার যুদ্ধ হবে। তিনি যদি আমার প্রশ্নের সঠিক জবাব দিতে পারেন, তবে আমি আজ এই মঞ্চে আপনাদের সামনে কথা দিচ্ছি, আমি নির্বাচনের রাজনীতি ছেড়ে দিবো। কখনোই আর নির্বাচনের জন্যে আপনাদের সামনে আসবো না। তবে আপনাদের কাছে আসবো আপনাদের ভালবাসা পেতে এবং সেবা করতে। তাই সাহস থাকলে আমার কথায় উত্তর দিন। যদি না দেন, তাহলে বুঝবো আপনি প্রতারক। আমি মরহুম আলমগীর হায়দারের হাত ধরে ফরিদগঞ্জে রাজনীতির মাঠে এসেছি। তাই দলের আদর্শ কখনো বিকিয়ে দেই নি এবং ভবিষ্যতেও দিবো না। আমি গত তিন দশক ফরিদগঞ্জ উপজেলার আনাচে কানাচে উন্নয়নে কাজ করেছি। এমন কোনো গ্রাম বাদ পড়েনি, যেখানে আমার হাতের ছোঁয়া লাগেনি। আজ আপনাদের সামনে আরেকটি কথা দিচ্ছি, ওই প্রতারক ছাড়া আর যে কেউ বিএনপির মনোনয়ন নিয়ে আসবেন, আমি তার জন্যে মাঠে নামবো।

রোববার (১৭ নভেম্বর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন কালুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান স্বপনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক বিএনপি নেতা সফিউল বাশার মুকুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুুছ । এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, মঞ্জিল হোসেন, আবু জাফর খসরু মোল্লা, আব্দুল খালেক পাটওয়ারী, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আরিফ পাটওয়ারী এবং মহিলা দলের সভাপতি রেবেকা সুলতানা। এছাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়