শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ২২:৪৪

প্রতিহিংসা পরিহার করে দেশ গড়তে এগিয়ে আসুন: ইঞ্জিঃ মুমিনুল হক

পাপ্পু মাহমুদ
প্রতিহিংসা পরিহার করে দেশ গড়তে এগিয়ে আসুন: ইঞ্জিঃ মুমিনুল হক

হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রান বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিঃ মুমিনুল হক। এ সময় তিনি বলেন, প্রতিহিংসা পরিহার করে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাই এগিয়ে আসুন। অতিতে আমাদের নেতাকর্মীরা ঘরে ঘুমাতেও পারেনি। মামলা হামলা দিয়ে অনেক হয়রানি ও নির্যাতন করা হয়েছে। যারা অতিতে অপরাধ করেছেন আমরা তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নিবো। তবে নিরপরাধ কোন আওয়ামী নেতা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার দিনব্যাপী হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ত্রান বিতরন করেন উপজেলা ও পৌর বিএনপি।

উপজেলার পাচৈ সরকারি বিদ্যালয় মাঠ, দেশগাঁও বটতলা বাজার, তারালিয়া, পালিশারা, সেন্দ্রা, বেলচোঁ, রায়চোঁ, ডিগ্রি কলেজ, টোরাগড় ও আলীগঞ্জ ত্রান বিতরন করা হয়। এ ছাড়াও প্রায়ত বিএনপি নেতা শহিদুল ইসলামের কবর জেয়ারত করেন ইঞ্জিঃ মুমিনুল হক। উপহার সামগ্রী বিতরণকালে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটোওয়ারী। এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সৈয়দ শরিফ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান কানু পাটোওয়ারী, আলী আকবর শেখ, মোশারফ হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন দুলাল, অর্থ সম্পাদক সুলতান মাহমুদ উপস্থিত ছিলেন। এছাড়াও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন শাবু, উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান সেলিম, সদস্য সচিব বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলাল, সদস্য সচিব মিঠু চৌধুরী, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি ইমাম হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক এসএম ফয়সাল হোসেন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন যুবদলের সেক্রেটারী সাইফুল ইসলাম মিয়াজী ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল কুদ্দুস সর্দারসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়