রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ১৯:১৮

কচুয়ায় শনিবার বিএনপির মহাসমাবেশ, ব্যাপক প্রস্তুতি

অনলাইন ডেস্ক
কচুয়ায় শনিবার বিএনপির মহাসমাবেশ, ব্যাপক প্রস্তুতি

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ.ন.ম এহসানুল হক মিলনের কচুয়ায় আগমন ও বিএনপির মহাসমাবেশ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে। ৩১ আগস্ট শনিবার দুপুর ২টায় পৌরসভায় হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ ও ড. আ.ন.ম এহসানুল হক মিলনের আগমনকে ঘিরে সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের সমাবেশ সফল করতে নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদীন স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারারম্যান জাহাঙ্গীর আলম ফারুকীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ.ন.ম এহসানুল হক মিলন এবং বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। সমাবেশকে সফল করতে উপজেলার প্রতিটি গ্রাম থেকে নেতা-কর্মী সমর্থকগনকে এ সমাবেশে যোগদান করার নির্দেশনা প্রদান করা হয়েছে।সমাবেশ সফল করতে দফায় দফায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। তাছাড়া হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে প্যান্ডেল নির্মান ও সাউন্ড সিস্টেমের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল মহাসমাবেশ সফল করার জন্য প্রস্তুতিমূলক সভায় পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদীন স্বপন, উপজেলা বিএনপির সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মালেক, জেলা বিএনপির সদস্য শাহজালাল প্রধান, বিএনপি নেতা সারফিন হোসাইন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পাটওয়ারী (সেলিম), সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সভাপতি হাবীবুনন্নবী সুমন, পৌর যুবদলের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী ফরহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল হাসান সেলিম, আশ্রাফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাম হোসেন, গোহট দক্ষিন ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মজুমদার, কাদলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মাস্টার,পশ্চিম সহদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পারভেজুর রহমান নবী, যুগ্ম সাধারণ সম্পাদক হান্নান মিয়া প্রধান, পালাখাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লিটন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ,উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ, সাধারণ সম্পাদক সাইফুল পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জুয়েল,পৌর ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম জাহিদ, পৌর শ্রমিক সাধারণ সম্পাদক মিলন প্রধানসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়