রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ২১:১৫

চাঁদপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

চাঁদপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ সকল কারাবন্দি উলামায়ে কেরামের নিঃশর্ত মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচনের দাবিতে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর শুক্রবার সকাল ১০টায়

বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা শাখার উদ্যোগে শহরের বাইতুল আমিন চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ নিয়ামত হুসাইন। যুব মজলিস অফিস সম্পাদক ক্বারি শাহাদাত হুসাইনের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুব মজলিস চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি হাফেজ মাও: তারেক হাসান, সংগঠন বিভাগের সম্পাদক মুফতি নুরে আলম, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর সদর উপজেলা সহ-সভাপতি মাও: আবু ইউসুফ হামিদি, চাঁদপুর শহর শাখার সহ- সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী রশিদ আহমাদ, যুব মজলিস আশিকাটি ইউনিয়ন সভাপতি হাফেজ শরিফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সদর উপজেলা সেক্রেটারি হাফেজ আব্দুল কাদির, শহর শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান, যুব মজলিসের বায়তুলমাল সম্পাদক হাফেজ মুজাম্মেল, মাও: রহমতুল্লাহসহ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সরকার অবৈধভাবে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মামুনুল হকসহ অসংখ্য আলেমকে কারাবন্দী করে রেখেছে। অভিলম্বে কারাবন্দি সকল উলামায়ে কেরামের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

বক্তারা আরো বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে নানান ফন্দি আটছে। তারা পাতানো নির্বাচনের সকল চেষ্টা করে যাচ্ছে। নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচন না দিলে আওয়ামী লীগ অনেক বড় ভুল করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়