বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২১ আগস্ট ২০২১, ১১:৪৮

একুশে আগস্ট নিহত শহীদদের স্মরণে চাঁদপুর জেলা আওয়ামী লীগ

কোটি মানুষের ভালোবাসা আছে বলেই জননেত্রী বেঁচে আছেন : নাছির উদ্দিন আহমেদ

কোটি মানুষের ভালোবাসা আছে বলেই জননেত্রী বেঁচে আছেন : নাছির উদ্দিন আহমেদ
জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় বক্তব্য রাখছেনসভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ
বিমল চৌধুরী

একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চাঁদপুর জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করেন। ২১ আগস্ট সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সন্মুখস্থানে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করেন। পরে গভীর শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান শেষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় সভাপ্রধানের বক্তব্যে জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশদ্রোহী স্বাধীনতা বিরোধীরা এখনও সক্রিয় রয়েছে, তারা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশের উন্নয়ন ক্ষতিগ্রস্ত করার জন্য। তার চেষ্টা চালাচ্ছে জননেত্রীকে হত্যা করার জন্য। এ সকল স্বাধীনতা বিরোধী প্রেতাত্বারা হামলা চালিয়ে এই আগস্ট মাসেই নির্মমভাবে হত্যা করেন জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গকে। সে দিন ভাগ্যক্রমে বেঁচে যান তার দুই কন্যা শেখ হাসিনা ও রেহানা। কিন্তু ঘাতক চক্র জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য একের পর এক হত্যা চেস্টা চালিয়ে আসছে। সেই চেষ্টার ধারাবাহিকতায় ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে সন্ত্রাষ বিরোধী শান্তি সমাবেশে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য বর্বরোচিত গ্রেনেড হামলা করা হয়, সেদিনের হামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নেতা-কর্মী শহীদ হন। হাজার হাজার নেতা কর্মী আহত হন।

তিনি আরো বলেন, অল্লাহর রহমতে কোটি মানুষের ভালোবাসা আছে বলেই দেশনেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আজ হাসিনা রাস্ট্র ক্ষমতায় অাছেন বলেই আমি আপনী নেতা হতে পেরেছি। তাই অনুরোধ থাকবে নিজের স্বার্থের চিন্তা না করে, দলকে ভালোবাসেন, ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করেন। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে। তিনি চেয়েছিলেন অসাম্প্রদায়িক বাংলাদেশ। আজ আফগানিস্থানে তালেবানরা ক্ষমতায় আসায় অনেকেই উৎফুল্ল হচ্ছেন, ডুগডুগি বাজাচ্ছেন। তাদের উদ্দশ্যে বলছি, আওয়ামী লীগ নেতা কর্মীরা আপনাদের সেই উদ্দশ্যে কখনো বাস্তবায়ন হতে দেবে না। আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, আওয়ামী লীগ নেতা, কর্মী, অনুসারীরাই তা রক্ষা করবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চাঁদপুর পৌরসভার মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদের সভাপ্রধানে ঘটনাবহুল ২১ আগস্টের ধারাবাহিকতা তুলে ধরে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য ড, মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলামের পরিচালনায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দের মাঝে আরো বক্তব্য রাখেন মোঃ শাহ আলম মিয়া, অ্যাডঃ রুহুল আমিন সরকার, রফিকুল ইসলাম ভূঁইয়া, অ্যাডঃ জসিম পাটওয়ারী, জাহাঙ্গীর ভূঁইয়া, মিজানুর রহমান ভূঁইয়া কালু, মোঃ আবু পাটওয়ারী, মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, ছিদ্দিকুর রহমান ঢালী, ফেরদৌস মোর্শেদ জুয়েল, আক্তার হোসেন পাটওয়ারী, ফারুক আহমেদ ভূঁইয়া, রেনু বেগম, দেলোয়ার হোসেন রতন, পারভেজ করিম বাবু প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়