সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ১৯:৩৮

শ্রীনগরে শেখ রাসেলের জন্মদিন পালিত

আব্দুল মান্নান সিদ্দিকী মুন্সিগঞ্জ হতে
শ্রীনগরে শেখ রাসেলের জন্মদিন পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কনিষ্ঠ ভ্রাতা শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত হয়েছে। শিশু রাসেলের জীবন সম্পর্কে শিশু-কিশোরদের কাছে তুলে ধরতে তার জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

রাষ্ট্রীয়ভাবে তৃতীয়বারের মতো ‘শেখ রাসেল দিবস’ পালনের প্রতিপাদ্য ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’। সারা দেশের ন্যায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে, ১৮ অক্টোবর শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে উপজেলাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল বিতরণ ও বালক এবং বালিকাদের প্রীতি ম্যাচের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন। পৃষ্ঠপোষকতায় ছিলেন,মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শেখ রাসেল ক্রীড়া চক্র সংগঠক ও প্রেসিডেন্ট নুরুল আলম চৌধুরী। আর উপস্থিত ছিলেন,সাবেক স্বাস্থ্য বিষয় সম্পাদক বদিউজ্জামান ভূইয়া ডাবলু,ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর,সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন,উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সেলিম আহম্মেদ ভূইয়া,১নংযুগ্ন সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু,উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা আজিজুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার,উপজেলা ইউনিয়নের চেয়ারম্যানগন,শিক্ষক প্রতিনিধি, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়