প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ১৯:৩৮
শ্রীনগরে শেখ রাসেলের জন্মদিন পালিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কনিষ্ঠ ভ্রাতা শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত হয়েছে। শিশু রাসেলের জীবন সম্পর্কে শিশু-কিশোরদের কাছে তুলে ধরতে তার জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
|আরো খবর
রাষ্ট্রীয়ভাবে তৃতীয়বারের মতো ‘শেখ রাসেল দিবস’ পালনের প্রতিপাদ্য ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’। সারা দেশের ন্যায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে, ১৮ অক্টোবর শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে উপজেলাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল বিতরণ ও বালক এবং বালিকাদের প্রীতি ম্যাচের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন। পৃষ্ঠপোষকতায় ছিলেন,মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শেখ রাসেল ক্রীড়া চক্র সংগঠক ও প্রেসিডেন্ট নুরুল আলম চৌধুরী। আর উপস্থিত ছিলেন,সাবেক স্বাস্থ্য বিষয় সম্পাদক বদিউজ্জামান ভূইয়া ডাবলু,ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর,সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন,উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সেলিম আহম্মেদ ভূইয়া,১নংযুগ্ন সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু,উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা আজিজুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার,উপজেলা ইউনিয়নের চেয়ারম্যানগন,শিক্ষক প্রতিনিধি, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ।