শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ১৯:২১

নারায়ণপুর ডিগ্রি কলেজে শেখ রাসেল দিবস পালন

মুহাম্মদ আরিফ বিল্লাহ
নারায়ণপুর ডিগ্রি কলেজে শেখ রাসেল দিবস পালন

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। 'শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১৮ অক্টোবর সকাল ১০টায় কলেজ মিলনায়তনে এবং আউটডোরে দিবসের বিভিন্ন কর্মসুচি পালন করা হয়। কর্মসুচির মধ্যে ছিল শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধন, বৃক্ষরোপণ, র‌্যালী, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, বক্তৃতা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন এবং কলেজ গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. বজলুর রশিদ মজুমদারের নেতৃত্বে শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধন, কলেজ আঙ্গিনায় বৃক্ষরোপণ ও র‌্যালী সম্পন্ন করা হয়।

পরে কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের সভাপ্রধানে এবং ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক বিজন কুমার সরকার ও আইসিটি বিভাগের প্রভাষক রবিকুল ইসলামের যৌথ পরিচানায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. বজলুর রশিদ মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য মো. রাশেদ খান, সহকারি অধ্যাপক রণজিৎ বসু ও ড. আফম সাঈফুর রহমান ভূঁইয়া । এ সময় বক্তারা শিশু শেখ রাসেলের অল্প জীবনের বিভিন্ন দিক তুলে ধরে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেন।

পরে শেখ রাসেল দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন নারায়ণপুর ডিগ্রি কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহকারি অধ্যাপক মো. আব্দুল হক। এসময় কলেজ গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়