সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ২০:৪৪

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে চাঁদপুরে বিএনপির মৌন মিছিল

স্টাফ রির্পোটার
গুমের শিকার ব্যক্তিদের স্মরণে চাঁদপুরে  বিএনপির মৌন মিছিল

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে মুখে কালো কাপড় বেঁধে কালো ব্যানার নিয়ে মিছিল করেছে চাঁদপুর জেলা বিএনপি। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে কেন্দ্র ঘোষিত জেলা পর্যায়ে কর্মসূচির অংশ হিসেবে ৩০ আগস্ট বুধবার বিকেলে শহরের চিত্রলেখা মোড় এবং হাজী মহসিন সড়কে এ সমাবেশ ও মৌন মিছিলের আয়োজন করে জেলা বিএনপি। এতে বিএনপির বিভিন্ন ইউনিট থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সেখানে সমবেত হয় । মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেন,সরকার দেশকে নিয়ে জঙ্গি জঙ্গি খেলা করছে। জঙ্গি জঙ্গি খেলা আর কাজ হবে না। আশি জেনে গেছে এসব সরকারের জঙ্গি নাটক। ৯০ ভাগ মুসলমানের এই দেশ শান্তির ধর্ম ইসলাম। জঙ্গি ধর্ম না, ইসলাম শান্তির ধর্ম। বিশ্ববাসী বলে দিয়েছে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই। সরকারের কোন মিথ্যাচারে কাজ হবে না। সরকার পতনের আতঙ্কে আতঙ্কিত হয়ে গেছে।আর ষড়যন্ত্র করছে কিভাবে জনগণের আন্দোলনকে নস্যাৎ করা যায়। আমাদের আন্দোলন শান্তিপ্রিয় সুশৃংখল। কোটি কোটি মানুষ আন্দোলনে সামিল হয়েছে।এবার সরকারের বিদায় নেবার পালা। আহমেদ আযম খান বলেন, আজকে বাংলাদেশের সকল জেলায় আমরা কালো কাপড় মুখে নিয়ে মিছিল করছি। আমাদের এই মিছিল করতে হচ্ছে কেন।কারনএই সরকার আমাদের ইলিয়াস আলী চৌধুরী আলমসহ বহু নেতৃবৃন্দকে গুম করেছে।গুম হওয়া এসব নেতাদের পরিবার ও স্বজনদের সাথে একাত্বতা জানাতে এই মিছিল। তিনি বলেন, আজকে আমরা যখন সমাবেশ দেই তারা পাকিস্তানি কায়দায় শান্তি সমাবেশ দেয়।পাকিস্তান আমলেও শান্তি সমাবেশ করে তাদের রক্ষা হয়নি। আপনাদেরও রক্ষা হবে না।আপনারা গত ১৫ বছরে তিস্তা চুক্তি করতে পারেন নাই। গত ১০ বছরে ১ জন রোহিঙ্গাকে ফিরত পাঠাতে পারেন নি।আজকে এই অবৈধ সরকারকে বিশ্বের কোন নেতা পত্তা দেয়নি।তাই বলতে চাই ভালোই ভালো বিদায় নেন।নয়তো বয়াবহ অবস্থা হবে। তিনি আরো বলেন, এই সরকার পদে পদে সংবিধান লঙ্ঘন করেছে। কারন সংবিধানের কোথাও কি লেখা আছে রাতে ভোট করতে হবে। আজকে গনতন্ত্রকে কেড়ে নিয়েছে এই ফ্যাসিবাদী সরকার। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া । চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিমের পরিচালনায় বিএনপি নেতা লায়ন হারুনুর রশীদ, এমএ হান্নান, মোশাররফ হোসেন,তানভীর হুদা, মাহবুবুর রহমান শাহীনসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আজম খান, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাজী মুস্তাক মিয়া ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে কালো পতাকা হাতে বিএনপির মৌন মিছিল বের করা হয়। মিছিলটি মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মোড়ে আসলে পুলিশ মিছিলটি আর অগ্রসর না হবার জন্য ব্যারিকেট সৃষ্টি করে। এ সময় নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়লে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেন, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম। পরে পুলিশি ব্যারিকেড অতিক্রম না করে সেখানেই মিছিল শেষ করেন নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়