প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ০২:৫৯
কেন্দ্রিয় নতুন ভারপ্রাপ্ত সভাপতিকে স্বাগত জানিয়ে চাঁদপুরে জেলা ছাত্রদলের মিছিল

কেন্দ্রীয় সংসদের নতুন ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানকে স্বাগত জানিয়ে চাঁদপুর শহরে মিছিল করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
|আরো খবর
বৃহস্পতিবার বিকালে তারা রাজপথে মিছিলে, স্লোগানে স্বাগত জানাল তাকে।মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।মিছিলে নেতৃত্ব দেন ও সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী।এ সময় উপস্থিত জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী স্লোগান তোলেন- ‘তারেক রহমানের সিদ্ধান্ত, চূড়ান্ত চূড়ান্ত’, ‘তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’;।
চাঁদপুর জেলা ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, “আপনারা জানেন, আমাদের অভিভাবক দেশনায়ক তারেক রহমান একটি সিদ্ধান্ত দিয়েছেন। আমাদের অভিভাবক তারেক রহমানের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, সকলকে অভিনন্দন জানাই।”
নতুন ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানের নেতৃত্বে ছাত্র দল একদফার আন্দোলন বাস্তবায়নে চাঁদপুরেও আমরা বেগবান করব ইনশাল্লাহ।
উল্লেখ্য, সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণকে সরিয়ে মঙ্গলবার সহযোগী সংগঠন ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয় বিএনপি।