শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৫ আগস্ট ২০২১, ১৫:৩৩

শোকের মাসেই আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করার শপথ নিতে হবে : ড. মুহাম্মদ শামছুল হক ভূঁইয়া

প্রবীর চক্রবর্তী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ আগস্ট) সকালে কলেজের উপাধ্যক্ষ মুনীর চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক ড.মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া বক্তব্য রাখেন। তিনি বলেন, আজকের এইদিনে আমরা জাতির পিতাকে হারিয়ে যে ক্ষতির সম্মুখীন হয়েছি তা আমাদের সারাজীবনে পূরণ হবে না। শোকের মাস এলে আকাশ-বাতাস সবকিছুই যেন নিরব হয়ে যায়। সকালের দু ফোঁটা বৃষ্টি আমাদের হয়ে নীরব কান্না করছে। শোকে আমরা মুহ্যমান না হয় একে শক্তিতে পরিণত করতে হবে। শোকের মাসে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করার জন্য শপথ নিতে হবে। আমাদের নেতৃত্ব মানতে হবে। আওয়ামী লীগসহ সকল অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মনে রাখতে হবে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে যারা ছিলেন তারাই আমাদের নেতা। তাদের নেতৃত্বে আমাদের চলতে হবে। দলীয় পদ পদবী বা মনোনয়ন যুদ্ধ নয় আমাদেরকে এগিয়ে যেতে হবে দলকে এগিয়ে নেওয়ার জন্য। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলার,তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে চলেছেন। সোনার বাংলার সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে হলে আওয়ামী লীগকে অন্তত আরো দুইবার ক্ষমতায় থাকতে হবে। তাই আসুন আমরা সকলে মিলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে একতাবদ্ধ হয়ে আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে শক্তিশালী করি। জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে এটাই হোক আমাদের শপথ। ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন ভূঁইয়া ইরান ও গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের প্রভাষক পরেশ চন্দ্র দাসের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সাহেদ সরকার,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান রহমান রানা, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন,আরিফুর রহমান আজাদ,প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন,দপ্তর সম্পাদক আবদুস সামাদ মিন্টু পাটওয়ারী, পৌর আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান পাটওয়ারী,যুগ্ম সম্পাদক জসিম পাটওয়ারী,উপজেলা সদস্য ইকবাল মিয়াজী,১৬ নং ইউপি চেয়ারম্যান ইসকান্দার মিয়া,পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি আজমুর বেগম, উপজেলা কৃষকলীগ সভাপতি আবদুস সাত্তার পাটওয়ারী,উপজেলা যুবলীগ সিঃ যুগ্ম আহবায়ক হাজী সফিকুর রহমান,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাউছার উল আলম কামরুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবু্ব আলম সোহাগ,সাবেক সভাপতি দেলোয়ার মোল্লা,সাধারন সম্পাদক জহিরুল ইসলাম সুজন এবং যুব মহিলা লীগের সভাপতি সুলতানা রাজিয়া দিপু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবকলীগের সিনিঃ সহ সভাপতি আবদুল মান্নান,সহ সভাপতি এমরান হোসেন মিলন,সাবেক সহ সভাপতি ও পৌর আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ রসু মিয়া,সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম পাটওয়ারী,পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ রাসেল,উপজেলা যুবলীগ সদস্য রুহুল আমিন রুবেল, জহিরুল ইসলাম,আবুল কাশেম আজাদ, সাব্বির ছৈয়াল, , উপজেলা কৃষকলীগের সহ সভাপতি জহির মিজি সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়