শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩১ জুলাই ২০২২, ২০:৩০

আগস্টের শোককে শক্তিতে পরিণত করতে হবে : আবুল খায়ের পাটওয়ারী

ফরিদগঞ্জ ব্যুরো
আগস্টের শোককে শক্তিতে পরিণত করতে হবে : আবুল খায়ের পাটওয়ারী

ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী বলেছেন, আগস্ট এলেই স্বাধীনতাবিরোধী প্রেতাত্মারা সজাগ হয়ে উঠে। তারা স্বপ্ন দেখে আবারো একটি ১৫ আগস্ট তৈরি করে এই দেশকে অস্থিতিশীল করে তুলতে। কিন্তু তারা ভুলে গেছে, আওয়ামী লীগ করে এমন একটি লোক জীবিত থাকতে তাদের সেই স্বপ্ন সফল হবে না। তারা আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে উঠে পড়ে লেগেছে। ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়েছেন। তাই আমাদের এখনই ঐক্যবদ্ধ হতে হবে। আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় নিয়ে আসতে আমাদের কাজ করতে হবে। আগস্টের শোককে শক্তিতে পরিণত করতে হবে।

উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক আব্দুস সামাদ মিন্টু পাটওয়ারী, যুব ও ক্রীড়া সম্পাদক হায়েদ হোসেন বাবুল পাটওয়ারী, সদস্য হাসান রাজা পাটওয়ারী, কামাল মিয়াজী, এনামুল হোসেন রাসেল, আবু তালেব সরদার, কৃষকলীগের সহ-সভাপতি জহির হোসেন মিজি, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শাহআলম মিজি, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক রাজীব মজুমদার, রবিউল হোসেন প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার জানান, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কেন্দ্র ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক জাতীয় শোক দিবস, ১৭ আগস্ট বোমা হামলার ঘটনা ও ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনার প্রতিবাদে কর্মসূচি পালন করবে। একই সাথে শেখ রাসেল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছার জন্মদিন উপলক্ষেও কর্মসূচি পালন করা হবে।

এদিকে সভার শুরুতে উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার পাটওয়ারীর মৃতু্যূতে শোক প্রকাশ ও ১ মিনিট নিরবতা পালন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়